Logo
Logo
×

এনসিপি

এনসিপির নির্বাচনি জোট নিয়ে যা বললেন সারজিস

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৫:৫৩ পিএম

এনসিপির নির্বাচনি জোট নিয়ে যা বললেন সারজিস

সমন্বয় সভায় বক্তব্য রাখছেন সারজিস আলম। ছবি: যুগান্তর

নির্বাচনি জোট নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি যে কোনো এলায়েন্সে যেতে পারে। তবে এনসিপি নিজেদের প্রতীকে নির্বাচন করবে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

সারজিস বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে। এনসিপিকে শাপলা প্রতীক দিতে আইনি কোনো বাধা নেই বলেও মনে করেন তিনি।  

এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি না করারও আহ্বান জানান সারজিস আলম।  এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলার প্রধান সমন্বয়কারী লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় এনসিপি নেতা মশিউর আমিনসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতারা উপস্থিত ছিলেন।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম