শেয়ারবাজারে চলতি বছরের শেষ লেনদেন আজ। আগামী রোববার (৩১ ডিসেম্বর) স্টক এক্সচেঞ্জের অফিস খোলা থাকলেও ব্যাংক হলিডের কারণে ওই লেনদেন হবে না। এদিকে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে। এদিন ডিএসইতে ৫৫১ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে যা ১৮০ কোটি টাকা বেশি। এছাড়া এদিন ডিএসইতে মূল্যসূচক ও বাজারমূলধন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে বুধবার ৩৩৫টি প্রতিষ্ঠানের ১২ কোটি ৭৮ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৫৫১ কোটি টাকা। এর আগের দিন মঙ্গলবার ডিএসইতে ৩৭১ কোটি টাকা লেনদেন হয়েছিল। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বুধবার দাম বেড়েছে ৯১টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ১৯১টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইর ব্রড মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৮৬ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৯ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই ৩০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬১ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে ১ হাজার কোটি টাকা বেড়ে ৪ লাখ ১৯ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। খাতভিত্তিক বিবেচনায় ডিএসইতে বুধবার ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে বুধবার ২৭টির শেয়ারের দাম বেড়েছে। আর মূল্যসূচক ও বাজারমূলধনে এর ইতিবাচক প্রভাব পড়েছে।
শীর্ষ দশ কোম্পানি : ডিএসইতে বুধবার যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হল-লাফার্জ সুরমা সিমেন্ট, অলিম্পিক ইসলামী ব্যাংক, নাহি অ্যালুমিনিয়াম, সিটি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, লংকা বাংলা ফাইন্যান্স, গ্রামীণফোন এবং ব্র্যাক ব্যাংক।