প্রচণ্ড শীত ও কুয়াশাকে উপেক্ষা করে জয়পুরহাটে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা।
বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে জয়পুরহাট চুনাপাথর খনি ও সিমেন্ট প্রকল্পের মাঠে এ ইজতেমা শুরু হয়।
তাবলিগ জামাতের উদ্যোগে এ ইজতেমায় জেলাসহ পার্শ্ববর্তী এলাকার ধর্মপ্রাণ দুই লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেছেন।
এদিকে ইজতেমার প্রথম দিন ভোররাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে খলিলুর রহমান (পচা) নামে একজনের মৃত্যু হয়।
জয়পুরহাট সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোগাছী ইউপির চেয়ারম্যান জহরুল ইসলাম জানান, ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে খলিলুর রহমানের মৃত্যু হয়েছে। মৃতদেহটি তার স্বজনদের কাছে পাঠানো প্রস্তুতি চলছে।
খলিলুর আক্কেলপুর উপজেলার বাসিন্দা বলে জানান তিনি।
এদিকে ইজতেমায় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। পুলিশের পাশাপাশি র্যাবের একটি অস্থায়ী ক্যাম্প সার্বক্ষণিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করছে।
এ ছাড়া নিয়োজিত রয়েছে আড়াই হাজার স্বেচ্ছাসেবক।
আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জয়পুরহাট জেলা ইজতেমা।