দিনাজপুরের বিরল পৌরসভা ও রাজারামপুর ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
বিরল পৌরসভায় প্রথমবারের এই নির্বাচনে ৯ ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ৮ হাজার ৯৯৮ ভোটার গোপন ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এর মধ্যে ৪ হাজার ৫৯৫ পুরুষ ও ৪ হাজার ৪০৩ মহিলা ভোটার। এখানে মেয়র পদে ৮ জন, কাউন্সিলর পদে ৪২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে বিরল উপজেলার ১২নং রাজারামপুর ইউনিয়ন পরিষদেও ৯ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন ১০ হাজার ৯৩৫ ভোটার।
এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, মেম্বার পদে ৩৫ ও মহিলা মেম্বার পদে ৮ প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন।
এদিকে সকাল ৮টা থেকে ভোটকেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের লম্বা লাইন।
প্রথমবারের মতো এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রগুলোতে উপস্থিত হয়েছেন।
দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, পৌরসভা ও একটি ইউপি নির্বাচন কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রতিটি কেন্দ্রে ৫ জন অস্ত্রধারীসহ ২০ জন পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। ৩টি কেন্দ্রের সমন্বয়ে বিজিবি ও র্যাবের একটি করে দল টহল দিচ্ছে। ৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন।