ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নয় জানুয়ারির প্রথম সপ্তাহে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রে এ আভাস পাওয়া গেছে।
সপ্তাহ খানেক আগে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টেপলিসের (সিসিডিএম) নতুন চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানিয়েছেন, দ্রুতই মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ। কিন্তু মঙ্গলবার জানা যায় প্রিমিয়ার লিগ নয়, তার আগে মাঠে গড়াচ্ছে বিসিএল।
এ প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘বিসিএল মাঠে গড়ানোর ব্যাপারে আমরা ৮০ ভাগ এগিয়ে গিয়েছি। আমরা চাইছি এনসিএলে যারা সেরা পারফরমার আছে ওরা যেন সুযোগ দিতে পারি। সঙ্গে এইচপির খেলোয়াড়রা আছে। তারপর জাতীয় দলের যারা টেস্ট খেলবে তাদেরকে যেন সুযোগ দিতে পারি। এভাবে চিন্তা-ভাবনা করছি।’