logo
লিলি চৌধুরী এমপির স্বামী হুদা চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে মিলাদ
    |    
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০:০০
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নূর-ই-হাসনা লিলি চৌধুরী এমপির প্রয়াত স্বামী নুরুল হুদা চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বাদ আসর মোহাম্মদপুরস্থ হোটেল নবাবী ভোজে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, হাজী সাইফুদ্দিন মিলন, উপদেষ্টামণ্ডলীর সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আক্তার, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, রওশন আরা মান্নান এমপি, যুগ্ম মহাসচিব নূরুল ইসলাম ওমর এমপি, সাংগঠনিক সম্পাদক ফকরুল আহসান শাহজাদা, মহিলাবিষয়ক সম্পাদিকা অনন্যা হুসেইন মৌসুমী, যুববিষয়ক সম্পাদক বেলাল হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, শারমিন পারভীন লিজা, ডা. সেলিমা খান, যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, যুগ্ম তথ্যবিষয়ক সম্পাদক সুমন আশরাফ, যুগ্ম যুববিষয়ক সম্পাদক আবু সাঈদ স্বপন, যুগ্ম মহিলাবিষয়ক সম্পাদিকা শাহিদা রহমান রিংকু, কেন্দ্রীয় নেতা হেলাল উদ্দিন, মোহাম্মদ আলী খান, ফরিদা শিকদার, মিনি খান, তছলিমা আকবর রুনা, যুবনেতা জিয়াউর রহমান বিপুল প্রমুখ এতে অংশ নেন।