টঙ্গীর পাগার এলাকার নাছির উদ্দিন ভূঁইয়ার বাড়ির কক্ষ থেকে হার্ডওয়্যার দোকানের কর্মচারী জাহাঙ্গীর হোসেনের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় টঙ্গী থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
থানা পুলিশের এসআই আবু বকর জানায়, বৃহস্পতিবার রাতে তার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হলে সে সহকর্মীদের জানায়। পরে তারা তাকে বাসায় চলে যেতে বলে। বাসায় গিয়ে সে গলায় রশি পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। রাত ১২টার দিকে দোকানের অন্য কর্মচারীরা খবর দিলে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে।
শুক্রবার পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। মৃত জাহাঙ্গীর ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানা এলাকার দারোয়ারী গ্রামের সাহা আলীর ছেলে।