বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) লংগার ভার্সনের আসর শুরু হতে পারে আগামী ১০ জানুয়ারি। টুর্নামেন্ট কমিটি ৫ জানুয়ারি ফ্র্যাঞ্চাইজিগুলোকে লীগ শুরু করার কথা জানিয়েছিল। কিন্তু এত দ্রুত ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দল গুছিয়ে নিতে পারছে না। এ কারণে তারা টুর্নামেন্ট কমিটির কাছে ১০ দিন সময় চেয়েছে। কিন্ত টুর্নামেন্ট কমিটি ফ্র্যাঞ্চাইজিগুলোকে পাঁচদিনের মতো সময় দিতে পারে। বিসিএলের চার ফ্র্যাঞ্চাইজির একটি দল চালায় বিসিবি।
টুর্নামেন্ট কমিটি বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আলোচনায় বসেছিল। বিসিএলের চারটি দল নির্বাচন নিয়েও নির্বাচকরা অনেকটা এগিয়েছেন। দল নির্বাচন নিয়ে কাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘চারটি দল নির্বাচনে আমরা ৮০ ভাগ এগিয়েছি। আমরা চাই এনসিএলে যারা সেরা পারফরমার তাদের যেন সুযোগ দিতে পারি। এইচপির খেলোয়াড়দের সুযোগ দেয়া হবে। এছাড়া জাতীয় দলের যারা টেস্ট খেলবে তাদের সুযোগ দেয়ার দিকেও নজর থাকবে। এভাবে চিন্তা-ভাবনা করে দল করছি।’ ১৫ জানুয়ারি থেকে জিম্বাবুয়ে ও শ্রীলংকাকে নিয়ে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। জাতীয় দলের সব ক্রিকেটার বিসিএলে খেলতে পারবেন না। তবে ঠিক সময়ে টুর্নামেন্ট শুরু করা জরুরি বলে মনে করছে টুর্নামেন্ট কমিটি।
এদিকে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে নুরুল হাসান সোহান কেন সুযোগ পেলেন না এবং সাদমান ইসলাম কীভাবে সুযোগ পেলেন এ নিয়ে সমালোচনা চলছে। এ বিষয়ে মিনহাজুল আবেদিন বলেন, ‘লংগার ভার্সনে আমরা একজন ওপেনার খুঁজছি। সাদমান এইচপির খেলোয়াড়। সে এইচপি দলে এবং ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো খেলেছে। সে কারণেই তাকে প্রস্তুতি ক্যাম্পে নিয়েছি। আর এই দলে বেশ ক’জন উইকেটকিপার রয়েছে। সোহান ভালো করলে তার আবার দলে ফেরার সুযোগ রয়েছে।’