jugantor
হাবিবের পূর্ণাঙ্গ আবির্ভাব

  আনন্দনগর প্রতিবেদক  

০৭ মার্চ ২০১৫, ০০:০০:০০  | 

জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ চলচ্চিত্রের গানে আবির্ভাব হয় ‘হৃদয়ের কথা’ সিনেমার মাধ্যমে। সেই ছবিতে তার ‘ভালো বাসবো বাসবো রে বন্ধু’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তারপর থেকে বেশ কিছু চলচ্চিত্রে গান করে সুখ্যাতি অর্জন করেন হাবিব। প্রজাপতি ছবিতে গান করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান তিনি। কিন্তু এখনও পর্যন্ত কোনো চলচ্চিত্রের পূর্ণাঙ্গ সঙ্গীত পরিচালক হিসেবে আবির্ভাব ঘটেনি হাবিবের। অবশেষে সে প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। ২ মার্চ সেন্সর সার্টিফিকেট পাওয়া ‘এই তো প্রেম’ ছবির প্রতিটি গানের সঙ্গীত পরিচালনার পাশাপাশি আবহ সঙ্গীত পরিচালনাও করেন হাবিব। সোহেল আরমান পরিচালিত এ চলচ্চিত্রের অডিও অ্যালবাম প্রকাশিত হয় ২০০৯ সালে। তখনই বেশ জনপ্রিয়তা পায় ‘এই তো প্রেম’ ছবির গানগুলো। বিশেষ করে ‘আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই’ গানটি এখনও শ্রোতাদের হৃদয়জুড়ে রয়েছে। নানা জটিলতা ও আশংকার অবসান ঘটিয়ে অবশেষে ‘এই তো প্রেম’ ছবিটি মুক্তির সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৩ মার্চ মুক্তি পাবে ছবিটি। দীর্ঘ ছয় বছর প্রতীক্ষার পর পরিচালক সোহেল আরমানের স্বপ্ন পূরণের পাশাপাশি হাবিব ওয়াহিদও চলচ্চিত্রে আবির্ভূত হতে যাচ্ছে নতুন রূপে। এ প্রসঙ্গে হাবিব বলেন, অবশেষে ছবিটি মুক্তি পাচ্ছে- এটাই একটা ভালো খবর। প্রায় ৯ মাস সময় নিয়ে ‘এই তো প্রেম’ ছবির গানগুলো করেছিলাম। অডিও অ্যালবাম রিলিজের পর গানগুলো জনপ্রিয়তা পায়। অনেক যতœ করে এ ছবির আবহ সঙ্গীতও করেছিলাম। আশা করি সিনেমা দর্শকদের ভালো লাগবে। এ উপমহাদেশে বাণিজ্যিক ছবি জনপ্রিয়তা পাওয়ার ক্ষেত্রে গানের ভূমিকা থাকে পঞ্চাশ ভাগ। বাকিটা নির্ভর করবে ছবির নির্মাণশৈলীর ওপর।


 

সাবমিট

হাবিবের পূর্ণাঙ্গ আবির্ভাব

 আনন্দনগর প্রতিবেদক 
০৭ মার্চ ২০১৫, ১২:০০ এএম  | 

জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ চলচ্চিত্রের গানে আবির্ভাব হয় ‘হৃদয়ের কথা’ সিনেমার মাধ্যমে। সেই ছবিতে তার ‘ভালো বাসবো বাসবো রে বন্ধু’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তারপর থেকে বেশ কিছু চলচ্চিত্রে গান করে সুখ্যাতি অর্জন করেন হাবিব। প্রজাপতি ছবিতে গান করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান তিনি। কিন্তু এখনও পর্যন্ত কোনো চলচ্চিত্রের পূর্ণাঙ্গ সঙ্গীত পরিচালক হিসেবে আবির্ভাব ঘটেনি হাবিবের। অবশেষে সে প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। ২ মার্চ সেন্সর সার্টিফিকেট পাওয়া ‘এই তো প্রেম’ ছবির প্রতিটি গানের সঙ্গীত পরিচালনার পাশাপাশি আবহ সঙ্গীত পরিচালনাও করেন হাবিব। সোহেল আরমান পরিচালিত এ চলচ্চিত্রের অডিও অ্যালবাম প্রকাশিত হয় ২০০৯ সালে। তখনই বেশ জনপ্রিয়তা পায় ‘এই তো প্রেম’ ছবির গানগুলো। বিশেষ করে ‘আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই’ গানটি এখনও শ্রোতাদের হৃদয়জুড়ে রয়েছে। নানা জটিলতা ও আশংকার অবসান ঘটিয়ে অবশেষে ‘এই তো প্রেম’ ছবিটি মুক্তির সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৩ মার্চ মুক্তি পাবে ছবিটি। দীর্ঘ ছয় বছর প্রতীক্ষার পর পরিচালক সোহেল আরমানের স্বপ্ন পূরণের পাশাপাশি হাবিব ওয়াহিদও চলচ্চিত্রে আবির্ভূত হতে যাচ্ছে নতুন রূপে। এ প্রসঙ্গে হাবিব বলেন, অবশেষে ছবিটি মুক্তি পাচ্ছে- এটাই একটা ভালো খবর। প্রায় ৯ মাস সময় নিয়ে ‘এই তো প্রেম’ ছবির গানগুলো করেছিলাম। অডিও অ্যালবাম রিলিজের পর গানগুলো জনপ্রিয়তা পায়। অনেক যতœ করে এ ছবির আবহ সঙ্গীতও করেছিলাম। আশা করি সিনেমা দর্শকদের ভালো লাগবে। এ উপমহাদেশে বাণিজ্যিক ছবি জনপ্রিয়তা পাওয়ার ক্ষেত্রে গানের ভূমিকা থাকে পঞ্চাশ ভাগ। বাকিটা নির্ভর করবে ছবির নির্মাণশৈলীর ওপর।


 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র