jugantor
প্রচারণার অভাবে দর্শক নাটক দেখেন না
ছোটপর্দার পরিচিত মুখ জেনি এখন অভিনয় নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। সাম্প্রতিক ব্যস্ততা এবং সমসাময়িক বিষয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি

   

১৩ মে ২০১৫, ০০:০০:০০  | 

*বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?

**মাসুদ মহিউদ্দিন পরিচালিত ধারাবাহিক ‘নির্বিকার মানুষ’ নাটকের কাজ করছি। এছাড়া নীলনাগরিক’সহ বেশ কয়েকটি ধারাবাহিকের কাজ করছি।

*প্রচার চলতি নাটকে কেমন সাড়া পাচ্ছেন?

**যে পরিমাণ কষ্ট করে কাজ করা হয় সে তুলনায় নাটকগুলোতে সাড়া পাচ্ছি না। নাটক প্রচার হচ্ছে ঠিক কিন্তু দর্শকপ্রাপ্তি একদম নেই। এ বিষয়ে আমি পুরোপুরি হতাশ।

*দর্শক সাড়া না পাওয়ার কারণ কী বলে মনে করেন?

**আমাদের দেশের দর্শকদের নাটক না দেখার মূল কারণ হল বিজ্ঞাপন আর প্রচারণার অভাব। প্রচারণার অভাবে দর্শক নাটক দেখেন না। আর বিজ্ঞাপনের কারণে দর্শক ভুলেই যান যে, কোন নাটক দেখছিলেন। সাড়া না পাওয়ার মূল কারণ এটিই আমার কাছে মনে হয়।

*ঈদের প্রস্তুতি কেমন?

**দুটি নাটকে অভিনয় করছি। এছাড়া আরও কিছু কাজের কথা চলছে। চূড়ান্ত হলে শুরু করব।

*বিজ্ঞাপনের কী খবর?

**বিজ্ঞাপনের ব্যাপারে আমি অনেক চুজি। অনেক বেশি বাছাই করার কারণে ২০০৯ সালের পর বিজ্ঞাপনে কাজ করা হয়নি। এখনও অফার পেলেও সবকিছু মনমতো হয় না। তবে ভালো কাজ পেলে সামনে কাজ করার ইচ্ছা আছে।

*চলচ্চিত্রের শুটিং করতে দেখা গিয়েছিল আপনাকে। সেটার কাজ কতদুর এগিয়েছে?

**কিছুটা কাজ করেছিলাম। কী কারণে বন্ধ আছে তা বলতে পারবো না। আশা করছি আবারও কাজ শুরু করতে পারব।

*চলচ্চিত্রে নিয়মিত হবার ইচ্ছে আছে কী?

**প্রত্যেক শিল্পীরই স্বপ্ন থাকে চলচ্চিত্রে কাজ করার। আমিও তার ব্যতিক্রম নই। কাজ করার পরিবেশ ও গুনী নির্মাতা হলে চলচ্চিত্রে কাজ করতে আমার আপত্তি নেই। আপাতত টিভির কাজ নিয়ে সন্তুষ্ট থাকতে চাই। সাদিয়া ন্যান্সি


 

সাবমিট

প্রচারণার অভাবে দর্শক নাটক দেখেন না

ছোটপর্দার পরিচিত মুখ জেনি এখন অভিনয় নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। সাম্প্রতিক ব্যস্ততা এবং সমসাময়িক বিষয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি
  
১৩ মে ২০১৫, ১২:০০ এএম  | 

*বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?

**মাসুদ মহিউদ্দিন পরিচালিত ধারাবাহিক ‘নির্বিকার মানুষ’ নাটকের কাজ করছি। এছাড়া নীলনাগরিক’সহ বেশ কয়েকটি ধারাবাহিকের কাজ করছি।

*প্রচার চলতি নাটকে কেমন সাড়া পাচ্ছেন?

**যে পরিমাণ কষ্ট করে কাজ করা হয় সে তুলনায় নাটকগুলোতে সাড়া পাচ্ছি না। নাটক প্রচার হচ্ছে ঠিক কিন্তু দর্শকপ্রাপ্তি একদম নেই। এ বিষয়ে আমি পুরোপুরি হতাশ।

*দর্শক সাড়া না পাওয়ার কারণ কী বলে মনে করেন?

**আমাদের দেশের দর্শকদের নাটক না দেখার মূল কারণ হল বিজ্ঞাপন আর প্রচারণার অভাব। প্রচারণার অভাবে দর্শক নাটক দেখেন না। আর বিজ্ঞাপনের কারণে দর্শক ভুলেই যান যে, কোন নাটক দেখছিলেন। সাড়া না পাওয়ার মূল কারণ এটিই আমার কাছে মনে হয়।

*ঈদের প্রস্তুতি কেমন?

**দুটি নাটকে অভিনয় করছি। এছাড়া আরও কিছু কাজের কথা চলছে। চূড়ান্ত হলে শুরু করব।

*বিজ্ঞাপনের কী খবর?

**বিজ্ঞাপনের ব্যাপারে আমি অনেক চুজি। অনেক বেশি বাছাই করার কারণে ২০০৯ সালের পর বিজ্ঞাপনে কাজ করা হয়নি। এখনও অফার পেলেও সবকিছু মনমতো হয় না। তবে ভালো কাজ পেলে সামনে কাজ করার ইচ্ছা আছে।

*চলচ্চিত্রের শুটিং করতে দেখা গিয়েছিল আপনাকে। সেটার কাজ কতদুর এগিয়েছে?

**কিছুটা কাজ করেছিলাম। কী কারণে বন্ধ আছে তা বলতে পারবো না। আশা করছি আবারও কাজ শুরু করতে পারব।

*চলচ্চিত্রে নিয়মিত হবার ইচ্ছে আছে কী?

**প্রত্যেক শিল্পীরই স্বপ্ন থাকে চলচ্চিত্রে কাজ করার। আমিও তার ব্যতিক্রম নই। কাজ করার পরিবেশ ও গুনী নির্মাতা হলে চলচ্চিত্রে কাজ করতে আমার আপত্তি নেই। আপাতত টিভির কাজ নিয়ে সন্তুষ্ট থাকতে চাই। সাদিয়া ন্যান্সি


 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র