jugantor
হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১৫
ডিপ্লোমা প্রকৌশলীদের অবরোধ বিক্ষোভ

  যুগান্তর ডেস্ক  

২৩ সেপ্টেম্বর ২০১৩, ০০:০০:০০  | 

বেতন বৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানের দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের ডাকে রোববার সারাদেশে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র-শিক্ষকরা। এ সময় ছাত্ররা বিভিন্ন স্থানে পুলিশের বাধার মুখে পড়ে যানবাহন ভাংচুর করে। এর মধ্যে হবিগঞ্জে পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষে ৪ গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হন। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান-

চট্টগ্রাম ব্যুরো : রোববার বেলা ১১টার দিকে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ ব্যানারে ঘোষিত দু’দফা দাবি আদায়ে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করে চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। মিছিলটি ষোলশহর দু’নম্বর গেট এলাকায় এসে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা সমাবেশ করে চলে যায়।

রাজশাহী ব্যুরো : বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর করেছে রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষোভ মিছিলের পর শিক্ষার্থীরা শালবাগানে রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে দুটি গাড়ি ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় গাড়ি ভাংচুরের অভিযোগে রায়হান নামে এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

যশোর ব্যুরো : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুই দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা রোববার যশোরে সড়ক অবরোধ করেছে। এদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত যশোর পলিটেকনিক ইন্সটিটিউটের সামনের সড়কে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। সড়ক অবরোধ চলাকালে বক্তব্য রাখেন আবুল হোসেন, নুরুল ইসলাম, অনুপ হালদার, জাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ।

বরিশাল ব্যুরো : নগরীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক ঐক্য পরিষদ। নগরীর সিএন্ডবি রোডে অবরোধ চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন আহ্বায়ক নূর আলম হাওলাদার, সদস্য সচিব এসএম সখাওয়াত হোসেন প্রমুখ।

কুমিল্লা ব্যুরো : কুমিল্লায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মহাসড়কে অবস্থান নেয়। মহাসড়কে কিছুক্ষণ অবস্থান করলেও পুলিশের বাধার মুখে অবরোধ কর্মসূচি থেকে পিছু হটে আন্দোলনকারীরা।

হবিগঞ্জ : হবিগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবীছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের নেতাকর্মীদের সঙ্গে রোববার পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ৪ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ ও কারিগরি ছাত্রপরিষদ পলিটেকনিক ইন্সটিটিউটের সামনের সড়ক অবরোধ করে। কারিগরি ছাত্রপরিষদ জেলা শাখার সভাপতি এমডি আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সমিতির সভাপতি মোস্তফা কামাল, মনুসুর রশিদ কাজল। সমাবেশ শুরুর কিছু সময়ের মধ্যেই পুলিশ সমাবেশ বন্ধ করে অবরোধ তুলে দেয়ার জন্য ছাত্র ও শিক্ষকদের জানায়। এ সময় অবরোধকারীরা পুলিশের কাছে কিছু সময় চায়। কিন্তু পুলিশ তা দিতে না চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে অবরোধকারীদের তুলে দিতে চাইলে সংঘর্ষ শুরু হয়।

টাঙ্গাইল : টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক ২ ঘণ্টা অবরোধ করে রাখে। পরে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা ১১টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাসে মহাসড়ক অবরোধ করতে চাইলে পুলিশ শিক্ষার্থীদের বাধা দেয়। এ সময় তারা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে বসে পড়ে ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ আবারও শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। এ সময় উপস্থিত ছিলেন, মীর মুহাম্মদ হোসেন চুন্নুর, কাজী জাকেরুল মওলা, এস এম মাজহারুল ইসলাম ও এএইচএম জাহাঙ্গীর আলম খান প্রমুখ।

কুষ্টিয়া : দুই দফা বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছে কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রছাত্রীরা। বেলা পৌনে এগারটার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেট এলাকায় অবরোধে পলিটেকনিক ইন্সটিটিউটের কয়েকশ’ শিক্ষার্থীসহ শিক্ষকরা অংশ নেয়। এ সময় সেখানে কুষ্টিয়া জেলায় বিভিন্ন সরকারি দফতরে কর্মরত উপসহকারী প্রকৌশলীদের দেখা যায়।

ঠাকুরগাঁও : রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশজীবী ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং পেশাজীবী ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বিসিক এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে। পরে তারা পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী-রুহিয়া সড়ক টায়ারে আগুন জ্বালিয়ে ১ ঘণ্টা অবরোধ করে রাখে।

কুড়িগ্রাম : কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজমোড় ও ঘোষপাড়া হয়ে বাসস্ট্যান্ড এলাকায় সরকারি মোরগ-মুরগী খামার গেটের সামনে কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক অবরোধ করে। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মোখলেছুর রহমান, সোলায়মান আলী সরকার, দ্বিজেন্দ্রনাথ রায়, রাজিব হাসান, কামাল আহমেদ, সাইফুল ইসলাম, গোকুল চন্দ্র সাহা, আতিকুর রহমান প্রমুখ।

ভোলা : বোরহানউদ্দিন পলিটেকনেকের সামনে ভোলা-চরফ্যাশন সড়কে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবরোধ চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হারন উর রশিদ, সম্পাদক গাজি গোলাম কবির, মোঃ মনিরুজ্জামান, রাশেদুল ইসলাম, আবুল হোসেন, মোঃ ইউনুছ, মোঃ মেজবাউল ইসলাম, সিরাজুল ইসলাম, আবদুল রহিম প্রমুখ।


 

সাবমিট
হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১৫

ডিপ্লোমা প্রকৌশলীদের অবরোধ বিক্ষোভ

 যুগান্তর ডেস্ক 
২৩ সেপ্টেম্বর ২০১৩, ১২:০০ এএম  | 

বেতন বৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানের দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের ডাকে রোববার সারাদেশে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র-শিক্ষকরা। এ সময় ছাত্ররা বিভিন্ন স্থানে পুলিশের বাধার মুখে পড়ে যানবাহন ভাংচুর করে। এর মধ্যে হবিগঞ্জে পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষে ৪ গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হন। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান-

চট্টগ্রাম ব্যুরো : রোববার বেলা ১১টার দিকে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ ব্যানারে ঘোষিত দু’দফা দাবি আদায়ে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করে চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। মিছিলটি ষোলশহর দু’নম্বর গেট এলাকায় এসে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা সমাবেশ করে চলে যায়।

রাজশাহী ব্যুরো : বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর করেছে রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষোভ মিছিলের পর শিক্ষার্থীরা শালবাগানে রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে দুটি গাড়ি ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় গাড়ি ভাংচুরের অভিযোগে রায়হান নামে এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

যশোর ব্যুরো : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুই দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা রোববার যশোরে সড়ক অবরোধ করেছে। এদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত যশোর পলিটেকনিক ইন্সটিটিউটের সামনের সড়কে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। সড়ক অবরোধ চলাকালে বক্তব্য রাখেন আবুল হোসেন, নুরুল ইসলাম, অনুপ হালদার, জাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ।

বরিশাল ব্যুরো : নগরীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক ঐক্য পরিষদ। নগরীর সিএন্ডবি রোডে অবরোধ চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন আহ্বায়ক নূর আলম হাওলাদার, সদস্য সচিব এসএম সখাওয়াত হোসেন প্রমুখ।

কুমিল্লা ব্যুরো : কুমিল্লায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মহাসড়কে অবস্থান নেয়। মহাসড়কে কিছুক্ষণ অবস্থান করলেও পুলিশের বাধার মুখে অবরোধ কর্মসূচি থেকে পিছু হটে আন্দোলনকারীরা।

হবিগঞ্জ : হবিগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবীছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের নেতাকর্মীদের সঙ্গে রোববার পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ৪ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ ও কারিগরি ছাত্রপরিষদ পলিটেকনিক ইন্সটিটিউটের সামনের সড়ক অবরোধ করে। কারিগরি ছাত্রপরিষদ জেলা শাখার সভাপতি এমডি আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সমিতির সভাপতি মোস্তফা কামাল, মনুসুর রশিদ কাজল। সমাবেশ শুরুর কিছু সময়ের মধ্যেই পুলিশ সমাবেশ বন্ধ করে অবরোধ তুলে দেয়ার জন্য ছাত্র ও শিক্ষকদের জানায়। এ সময় অবরোধকারীরা পুলিশের কাছে কিছু সময় চায়। কিন্তু পুলিশ তা দিতে না চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে অবরোধকারীদের তুলে দিতে চাইলে সংঘর্ষ শুরু হয়।

টাঙ্গাইল : টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক ২ ঘণ্টা অবরোধ করে রাখে। পরে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা ১১টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাসে মহাসড়ক অবরোধ করতে চাইলে পুলিশ শিক্ষার্থীদের বাধা দেয়। এ সময় তারা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে বসে পড়ে ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ আবারও শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। এ সময় উপস্থিত ছিলেন, মীর মুহাম্মদ হোসেন চুন্নুর, কাজী জাকেরুল মওলা, এস এম মাজহারুল ইসলাম ও এএইচএম জাহাঙ্গীর আলম খান প্রমুখ।

কুষ্টিয়া : দুই দফা বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছে কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রছাত্রীরা। বেলা পৌনে এগারটার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেট এলাকায় অবরোধে পলিটেকনিক ইন্সটিটিউটের কয়েকশ’ শিক্ষার্থীসহ শিক্ষকরা অংশ নেয়। এ সময় সেখানে কুষ্টিয়া জেলায় বিভিন্ন সরকারি দফতরে কর্মরত উপসহকারী প্রকৌশলীদের দেখা যায়।

ঠাকুরগাঁও : রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশজীবী ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং পেশাজীবী ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বিসিক এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে। পরে তারা পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী-রুহিয়া সড়ক টায়ারে আগুন জ্বালিয়ে ১ ঘণ্টা অবরোধ করে রাখে।

কুড়িগ্রাম : কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজমোড় ও ঘোষপাড়া হয়ে বাসস্ট্যান্ড এলাকায় সরকারি মোরগ-মুরগী খামার গেটের সামনে কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক অবরোধ করে। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মোখলেছুর রহমান, সোলায়মান আলী সরকার, দ্বিজেন্দ্রনাথ রায়, রাজিব হাসান, কামাল আহমেদ, সাইফুল ইসলাম, গোকুল চন্দ্র সাহা, আতিকুর রহমান প্রমুখ।

ভোলা : বোরহানউদ্দিন পলিটেকনেকের সামনে ভোলা-চরফ্যাশন সড়কে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবরোধ চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হারন উর রশিদ, সম্পাদক গাজি গোলাম কবির, মোঃ মনিরুজ্জামান, রাশেদুল ইসলাম, আবুল হোসেন, মোঃ ইউনুছ, মোঃ মেজবাউল ইসলাম, সিরাজুল ইসলাম, আবদুল রহিম প্রমুখ।


 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র