মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় নাঈমুর রহমান দুর্জয়কে অভিনন্দন জানিয়েছেন বর্তমান সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক। শনিবার সকালে টেলিফোনে অভিনন্দন জানিয়ে তিনি বলেন নির্বাচনী প্রচারণায় দুর্জয়ের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করবেন। জবাবে দুর্জয়ও কৃতজ্ঞা জানিয়ে তাকে সহযোগিতা করার অনুরোধ জানান। এ ব্যাপারে এবিএম আনোয়ারুল হক এমপি শনিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দল ও নেত্রী বুঝে শুনেই ওই সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের প্রতি আমার আস্থা ও বিশ্বাস আছে। তিনি বলেন তরুণদের সুযোগ করে দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। তিনি তার নির্বাচনী এলাকার নেতাকর্মী, আÍীয়স্বজন ও চরাঞ্চলের মানুষজনকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রীর মনোনীত প্রার্থী নাঈমুর রহমানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মানিকগঞ্জে দুর্জয়কে অভিনন্দন জানালেন বর্তমান এমপি
মানিকগঞ্জ প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৩, ১২:০০ এএম |
মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় নাঈমুর রহমান দুর্জয়কে অভিনন্দন জানিয়েছেন বর্তমান সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক। শনিবার সকালে টেলিফোনে অভিনন্দন জানিয়ে তিনি বলেন নির্বাচনী প্রচারণায় দুর্জয়ের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করবেন। জবাবে দুর্জয়ও কৃতজ্ঞা জানিয়ে তাকে সহযোগিতা করার অনুরোধ জানান। এ ব্যাপারে এবিএম আনোয়ারুল হক এমপি শনিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দল ও নেত্রী বুঝে শুনেই ওই সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের প্রতি আমার আস্থা ও বিশ্বাস আছে। তিনি বলেন তরুণদের সুযোগ করে দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। তিনি তার নির্বাচনী এলাকার নেতাকর্মী, আÍীয়স্বজন ও চরাঞ্চলের মানুষজনকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রীর মনোনীত প্রার্থী নাঈমুর রহমানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।