ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এমপি নূরুন্নবী চৌধুরী শাওন আবারও দলীয় মনোনয়ন পাওয়ায় তাকে গণসংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী। রোববার সকালে স্থানীয় চৌরাস্তা মোড়ে উপজেলা আওয়ামী লীগ এ সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে এমপি শাওন বলেন, আমরা এক জোট হয়ে এলাকার উন্নয়ন করতে চাই। ভালো কাজে কোনো বিরোধিতা করা কারও পক্ষে সমীচীন নয়। দলে একাধিক ব্যক্তি মনোনয়ন চাইতে পারেন। এটা গণতান্ত্রিক অধিকার। দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর সবাই একজোট হয়ে দলের জন্য কাজ করতে হবে। এ সময় তিনি বিএনপিকেও নির্বাচনে আসার আহ্বান জানান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
লালমোহনে শাওনকে ফুলেল সংবর্ধনা
লালমোহন প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৩, ১২:০০ এএম |
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এমপি নূরুন্নবী চৌধুরী শাওন আবারও দলীয় মনোনয়ন পাওয়ায় তাকে গণসংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী। রোববার সকালে স্থানীয় চৌরাস্তা মোড়ে উপজেলা আওয়ামী লীগ এ সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে এমপি শাওন বলেন, আমরা এক জোট হয়ে এলাকার উন্নয়ন করতে চাই। ভালো কাজে কোনো বিরোধিতা করা কারও পক্ষে সমীচীন নয়। দলে একাধিক ব্যক্তি মনোনয়ন চাইতে পারেন। এটা গণতান্ত্রিক অধিকার। দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর সবাই একজোট হয়ে দলের জন্য কাজ করতে হবে। এ সময় তিনি বিএনপিকেও নির্বাচনে আসার আহ্বান জানান।