যশোর-২ আসন
ঝিকরগাছা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৩, ০০:০০:০০ |
যশোর-২ আসনে আ’লীগের মনোনয়ন বঞ্চিত সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার সকালে তার মনোনয়নের দাবিতে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আয়োজিত বিএম হাইস্কুল মাঠের এক বিশাল বিক্ষোভ সমাবেশে দলীয় নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা রেখে তিনি এ ঘোষণা দেন। পাশাপাশি তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রতি এখনও আস্থা রাখুন, তিনি নিশ্চয় নেতাকর্মীদের গণদাবির প্রতি শ্রদ্ধাশীল হবেন। তিনি সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। অধ্যাপক রফিকুল ইসলামের মনোনয়নের দাবিতে তৃতীয় দিনেও দলীয় নেতাকর্মী বিক্ষোভ মিছিল এবং যশোর-বেনাপোল মহাসড়কে অবস্থান ধর্মঘট করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
যশোর-২ আসন
স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাবেক প্রতিমন্ত্রী রফিকুল
যশোর-২ আসনে আ’লীগের মনোনয়ন বঞ্চিত সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার সকালে তার মনোনয়নের দাবিতে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আয়োজিত বিএম হাইস্কুল মাঠের এক বিশাল বিক্ষোভ সমাবেশে দলীয় নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা রেখে তিনি এ ঘোষণা দেন। পাশাপাশি তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রতি এখনও আস্থা রাখুন, তিনি নিশ্চয় নেতাকর্মীদের গণদাবির প্রতি শ্রদ্ধাশীল হবেন। তিনি সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। অধ্যাপক রফিকুল ইসলামের মনোনয়নের দাবিতে তৃতীয় দিনেও দলীয় নেতাকর্মী বিক্ষোভ মিছিল এবং যশোর-বেনাপোল মহাসড়কে অবস্থান ধর্মঘট করেন।