দশম জাতীয় সংসদ নির্বাচন
খাগড়াছড়ি ও রাঙ্গামাটি আসনে জেএসএসের প্রার্থী দেয়ার ঘোষণা
খাগড়াছড়ি প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৩, ০০:০০:০০ |
আগামী দশম সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এমএন লারমা গ্র“প খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে স্বতন্ত্রপ্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে। বিগত সময়ে সংগঠনটি তিন পার্বত্য জেলায় আওয়ামী লীগকে নীতিগতভাবে সমর্থন দিয়ে আসলেও এবার তারা পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি পুরোপরি বাস্তবায়ন না করায় আওয়ামী লীগের প্রতি সমর্থন প্রত্যাহার করে স্বতন্ত্রপ্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে। রোববার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পিসিজেএসএসের (এমএন লারমা) গ্র“পের কেন্দ্রীয় সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য সূধাসিন্ধু খীসা দলের নীতি নির্ধারণী মহল থেকে নেয়া সিদ্ধান্তের কথা ঘোষণা দেন। আঞ্চলিক পরিষদ সদস্য বর্ষীয়ান পাহাড়ি নেতা সূধাসিন্ধু খীসা অভিযোগ করেন, বর্তমান সরকার ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পাহাড়িদের জাতি হিসেবে বাঙালি পরিচিতির স্বীকৃতি দিয়েছেন। এ সরকার চুক্তি বাস্তবায়ন না করে যে প্রতারণা করছে, এ ঘটনার মধ্যদিয়ে জুম্ম জনগণের সঙ্গে আরেকবার ঐতিহাসিক প্রতারণা করেছে বলে অভিযোগ করেন। তিনি আরও বলেন, ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাগড়াছড়িতে সমাবেশে পার্বত্য চুক্তির ৭৭টি ধারার মধ্যে ৫৫টি ধারা বাস্তবায়নের যে দাবি করেছেন, তা অসত্য ও মনগড়া। এদিকে চুক্তি বাস্তবায়ন না করার প্রতিবাদে জেএসএস এমএন লারমা আজ সোমবার ঐতিহাসিক পার্বত্য চুক্তির ১৬ বছর পূর্তিতে খাগড়াছড়ির মহাজনপাড়ে এমএন লারমা ভাস্কর্য পাদদেশে সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালন করবেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দশম জাতীয় সংসদ নির্বাচন
খাগড়াছড়ি ও রাঙ্গামাটি আসনে জেএসএসের প্রার্থী দেয়ার ঘোষণা
খাগড়াছড়ি প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৩, ১২:০০ এএম |
আগামী দশম সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এমএন লারমা গ্র“প খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে স্বতন্ত্রপ্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে। বিগত সময়ে সংগঠনটি তিন পার্বত্য জেলায় আওয়ামী লীগকে নীতিগতভাবে সমর্থন দিয়ে আসলেও এবার তারা পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি পুরোপরি বাস্তবায়ন না করায় আওয়ামী লীগের প্রতি সমর্থন প্রত্যাহার করে স্বতন্ত্রপ্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে। রোববার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পিসিজেএসএসের (এমএন লারমা) গ্র“পের কেন্দ্রীয় সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য সূধাসিন্ধু খীসা দলের নীতি নির্ধারণী মহল থেকে নেয়া সিদ্ধান্তের কথা ঘোষণা দেন। আঞ্চলিক পরিষদ সদস্য বর্ষীয়ান পাহাড়ি নেতা সূধাসিন্ধু খীসা অভিযোগ করেন, বর্তমান সরকার ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পাহাড়িদের জাতি হিসেবে বাঙালি পরিচিতির স্বীকৃতি দিয়েছেন। এ সরকার চুক্তি বাস্তবায়ন না করে যে প্রতারণা করছে, এ ঘটনার মধ্যদিয়ে জুম্ম জনগণের সঙ্গে আরেকবার ঐতিহাসিক প্রতারণা করেছে বলে অভিযোগ করেন। তিনি আরও বলেন, ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাগড়াছড়িতে সমাবেশে পার্বত্য চুক্তির ৭৭টি ধারার মধ্যে ৫৫টি ধারা বাস্তবায়নের যে দাবি করেছেন, তা অসত্য ও মনগড়া। এদিকে চুক্তি বাস্তবায়ন না করার প্রতিবাদে জেএসএস এমএন লারমা আজ সোমবার ঐতিহাসিক পার্বত্য চুক্তির ১৬ বছর পূর্তিতে খাগড়াছড়ির মহাজনপাড়ে এমএন লারমা ভাস্কর্য পাদদেশে সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালন করবেন।