শেরপুর প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৩, ০০:০০:০০ |
শেরপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী। তিনি দাবি করেন, শনিবার বিকালে নকলা থেকে ৫ শতাধিক মটরসাইকেলের বিশাল বহর নিয়ে শেরপুর উপজেলা সদরের নির্বাচনী এলাকায় প্রবেশ করেন বর্তমান এমপি আতিউর রহমান আতিক। নির্বাচনী আচরণবিধি লংঘন করে দলীয় নেতাকর্মীদের ৫ শতাধিক মটরসাইকেলের বহর নিয়ে শনিবার বিকালে তিনি তার নির্বাচনী এলাকার তারাকান্দি, বারোঘরিয়া, সূর্যদী ও শেরপুর শহরের থানা মোড়ের বঙ্গবন্ধু স্কোয়ারসহ বিভিন্ন স্থানে মহড়া ও শোডাউন করেন। জাতীয় পার্টির এমপি প্রার্থী শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন জেলা জাতীয় পার্টির কার্যালয়ে শনিবার বিকালে সাংবাদিকদের কাছে আচরণবিধি লংঘনের এ অভিযোগ করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শেরপুরে আ’লীগের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অভিযোগ
শেরপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী। তিনি দাবি করেন, শনিবার বিকালে নকলা থেকে ৫ শতাধিক মটরসাইকেলের বিশাল বহর নিয়ে শেরপুর উপজেলা সদরের নির্বাচনী এলাকায় প্রবেশ করেন বর্তমান এমপি আতিউর রহমান আতিক। নির্বাচনী আচরণবিধি লংঘন করে দলীয় নেতাকর্মীদের ৫ শতাধিক মটরসাইকেলের বহর নিয়ে শনিবার বিকালে তিনি তার নির্বাচনী এলাকার তারাকান্দি, বারোঘরিয়া, সূর্যদী ও শেরপুর শহরের থানা মোড়ের বঙ্গবন্ধু স্কোয়ারসহ বিভিন্ন স্থানে মহড়া ও শোডাউন করেন। জাতীয় পার্টির এমপি প্রার্থী শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন জেলা জাতীয় পার্টির কার্যালয়ে শনিবার বিকালে সাংবাদিকদের কাছে আচরণবিধি লংঘনের এ অভিযোগ করেন।