jugantor
দৈনিক সবুজ সিলেটের সম্পাদক মুজিবসহ ৩ জন কারাগারে

  সিলেট ব্যুরো  

০৫ আগস্ট ২০১৪, ০০:০০:০০  | 

সিলেটের বহুল প্রচারিত স্থানীয় দৈনিক পত্রিকা ‘সবুজ সিলেট’র সম্পাদক মুজিবুর রহমান মুজিবসহ ৩ জনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মোঃ শাহেদুল করিম একটি জালিয়াতি মামলায় জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। অন্যারা হচ্ছে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ এবং মুজিবুর রহমানের শ্যালক সেলিম আহমদ। একই মামলার আসামি আবদুল জলিল ও জয়নাল আহমদের জামিন মঞ্জুর করেন আদালত।

জানা যায়, ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর শাহপরান থানার খদিম চৌমুহনীর বারাকাত ভবনের হাজী শফিক উদ্দিনের পুত্র জুবের আহমদ বাদী হয়ে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমান মুজিব ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, সেলিম আহমদ, আবদুল জলিল ও জয়নাল আহমদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে দরখাস্ত মামলা করেন। আদালত বিষয়টি তদন্তের জন্য সিলেট কোতোয়ালি মডেল থানাকে নির্দেশ দেন। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীন উদ্দিন তদন্ত করে মওদুদুল হক মওদুদ, সেলিম আহমদ, মুজিবুর রহমান, আবদুল জলিল, জয়নাল আহমদ ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে জালিয়াতির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে সিআর মামলা নং ১২৫/২০১৪ চালু করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। আসামিরা আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের ওপর গ্রেফতারি পরওয়ানা জারি করেন। সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমান মুজিব ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, সেলিম আহমদ, আবদুল জলিল ও জয়নাল আহমদ উচ্চ আদালত থেকে জামিন নেন। উচ্চ আদালত নিু আদালতে হাজির হয়ে জামিন নেয়ার নির্দেশ দেয়।সাবমিট

দৈনিক সবুজ সিলেটের সম্পাদক মুজিবসহ ৩ জন কারাগারে

 সিলেট ব্যুরো 
০৫ আগস্ট ২০১৪, ১২:০০ এএম  | 
সিলেটের বহুল প্রচারিত স্থানীয় দৈনিক পত্রিকা ‘সবুজ সিলেট’র সম্পাদক মুজিবুর রহমান মুজিবসহ ৩ জনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মোঃ শাহেদুল করিম একটি জালিয়াতি মামলায় জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। অন্যারা হচ্ছে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ এবং মুজিবুর রহমানের শ্যালক সেলিম আহমদ। একই মামলার আসামি আবদুল জলিল ও জয়নাল আহমদের জামিন মঞ্জুর করেন আদালত।

জানা যায়, ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর শাহপরান থানার খদিম চৌমুহনীর বারাকাত ভবনের হাজী শফিক উদ্দিনের পুত্র জুবের আহমদ বাদী হয়ে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমান মুজিব ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, সেলিম আহমদ, আবদুল জলিল ও জয়নাল আহমদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে দরখাস্ত মামলা করেন। আদালত বিষয়টি তদন্তের জন্য সিলেট কোতোয়ালি মডেল থানাকে নির্দেশ দেন। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীন উদ্দিন তদন্ত করে মওদুদুল হক মওদুদ, সেলিম আহমদ, মুজিবুর রহমান, আবদুল জলিল, জয়নাল আহমদ ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে জালিয়াতির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে সিআর মামলা নং ১২৫/২০১৪ চালু করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। আসামিরা আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের ওপর গ্রেফতারি পরওয়ানা জারি করেন। সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমান মুজিব ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, সেলিম আহমদ, আবদুল জলিল ও জয়নাল আহমদ উচ্চ আদালত থেকে জামিন নেন। উচ্চ আদালত নিু আদালতে হাজির হয়ে জামিন নেয়ার নির্দেশ দেয়। 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র