jugantor
আখাউড়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত
পাঁচ ঘণ্টা যোগাযোগ বন্ধ

  আখাউড়া প্রতিনিধি  

০৯ ফেব্রুয়ারি ২০১৫, ০০:০০:০০  | 

পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলসেকশনের গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় শনিবার রাত সোয়া ৭টায় যাত্রীবাহী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি মালবাহী বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে। এ ঘটনায় টানা পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেট রেলপথের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আখাউড়া রেলওয়ে জংশনের প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নাসিরাবাদ ট্রেনটি চট্টগ্রাম যাচ্ছিল। শনিবার রাত সোয়া ৭টার দিকে আখাউড়া রেলসেকশনের গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় ট্রেনের পেছনে থাকা একটি মালবাহী বগি বিকট শব্দে সিগন্যাল বাতির ওপর আছড়ে পড়ে। এ দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও ট্রেন যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

আখাউড়া রেলওয়ে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (লোকো) উদ্ধারকারী দলের প্রধান মহসিন আহম্মেদ ভূঁইয়া যুগান্তরকে বলেন, এ দুর্ঘটনার খবর পেয়ে রাত ৮টায় আখাউড়া থেকে রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায়। লাইনচ্যুত বগিটি সরিয়ে নিয়ে লাইন ও সিগন্যাল বাতির মেরামত কাজ শেষ করলে প্রায় পাঁচ ঘণ্টা পর রাত সোয়া ১১টার দিকে এ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। লাইন এবং ট্রেনের চাকায় ত্র“টি থাকার কারণে মালবাহী বগিটি লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি জানিয়েছেন।



সাবমিট

আখাউড়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত

পাঁচ ঘণ্টা যোগাযোগ বন্ধ
 আখাউড়া প্রতিনিধি 
০৯ ফেব্রুয়ারি ২০১৫, ১২:০০ এএম  | 
পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলসেকশনের গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় শনিবার রাত সোয়া ৭টায় যাত্রীবাহী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি মালবাহী বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে। এ ঘটনায় টানা পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেট রেলপথের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আখাউড়া রেলওয়ে জংশনের প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নাসিরাবাদ ট্রেনটি চট্টগ্রাম যাচ্ছিল। শনিবার রাত সোয়া ৭টার দিকে আখাউড়া রেলসেকশনের গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় ট্রেনের পেছনে থাকা একটি মালবাহী বগি বিকট শব্দে সিগন্যাল বাতির ওপর আছড়ে পড়ে। এ দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও ট্রেন যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

আখাউড়া রেলওয়ে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (লোকো) উদ্ধারকারী দলের প্রধান মহসিন আহম্মেদ ভূঁইয়া যুগান্তরকে বলেন, এ দুর্ঘটনার খবর পেয়ে রাত ৮টায় আখাউড়া থেকে রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায়। লাইনচ্যুত বগিটি সরিয়ে নিয়ে লাইন ও সিগন্যাল বাতির মেরামত কাজ শেষ করলে প্রায় পাঁচ ঘণ্টা পর রাত সোয়া ১১টার দিকে এ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। লাইন এবং ট্রেনের চাকায় ত্র“টি থাকার কারণে মালবাহী বগিটি লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি জানিয়েছেন।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র