jugantor
বুড়িচংয়ে ইস্টার্ন মেডিকেল কলেজের উদ্যোগে মানববন্ধন

  বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি  

০৯ ফেব্রুয়ারি ২০১৫, ০০:০০:০০  | 

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজের উদ্যোগে শনিবার কেন্দ্রীয় বিএমএ’র মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সনাল সারা দেশে বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, ক্লিনিকে ৩০ মিনিট ব্যাপী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন। ওই ঘোষণার আলোকে বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত কুমিল্লার বুড়িচং ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কলেজের সব শিক্ষক, ডাক্তার, ছাত্র-ছাত্রী, নার্স, কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে পেট্রলবোমা মেরে জীবন্ত মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কুমিল্লা বিএমএ’র সহ-সভাপতি, ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. কলিম উল্লাহ। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইস্টার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম সামদানী, প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম, গাইনি অ্যান্ড অবস্ বিভাগের সহকারী অধ্যাপক ডা. সায়মা আফরোজ, ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবদুল জলিল চৌধুরী প্রমুখ।



সাবমিট

বুড়িচংয়ে ইস্টার্ন মেডিকেল কলেজের উদ্যোগে মানববন্ধন

 বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি 
০৯ ফেব্রুয়ারি ২০১৫, ১২:০০ এএম  | 
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজের উদ্যোগে শনিবার কেন্দ্রীয় বিএমএ’র মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সনাল সারা দেশে বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, ক্লিনিকে ৩০ মিনিট ব্যাপী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন। ওই ঘোষণার আলোকে বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত কুমিল্লার বুড়িচং ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কলেজের সব শিক্ষক, ডাক্তার, ছাত্র-ছাত্রী, নার্স, কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে পেট্রলবোমা মেরে জীবন্ত মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কুমিল্লা বিএমএ’র সহ-সভাপতি, ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. কলিম উল্লাহ। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইস্টার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম সামদানী, প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম, গাইনি অ্যান্ড অবস্ বিভাগের সহকারী অধ্যাপক ডা. সায়মা আফরোজ, ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবদুল জলিল চৌধুরী প্রমুখ।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র