পাথরঘাটায় ৪টি হরিণের চামড়াসহ আটক ১
বরগুনা/পাথরঘাটা প্রতিনিধি | প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৫
বরগুনার পাথরঘাটা থেকে ৪টি হরিণের চামড়াসহ একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) সদস্যরা। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার গাববাড়িয়ার বিশ্বাস বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম নাসির বিশ্বাস। তার বাড়ি চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়া গ্রামে। বাবার নাম মোতালেব বিশ্বাস। র্যাবের পটুয়াখালীর অধিনায়ক এএসপি আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চরদুয়ানী বিশ্বাসপাড়া এলাকায় মোতালেব বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাসের ঘরে বিক্রির উদ্দেশে ৪টি হরিণের চামড়া সংরক্ষিত আছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ঘরের মাচায় বস্তাভর্তি ৪টি হরিণের চামড়া আটক করা হয়। এ সময় নাসিরকেও গ্রেফতার করতে সক্ষম হই।