jugantor
পার্বতীপুরের পল্লীতে মাদ্রাসায় আবাসিক ছাত্র খুন

  পার্বতীপুর প্রতিনিধি  

০২ মার্চ ২০১৫, ০০:০০:০০  | 

পার্বতীপুর শহর থেকে ৮ কিলোমিটার দূরে বেলাইচন্ডি ইউনিয়নের সুন্দরপীর হাফিজিয়া লিল্লা বডিংয়ের আবাসিক ছাত্র সোহানুর রহমান সোহাগ খুন হয়েছে। লিল্লা বডিংয়ের তত্ত্বাবধানকারী মাওলানা এমদাদুল হক রিমন জানান, সোহাগ শনিবার রাত ১০টার দিকে ঘুমাতে যায়। রাত সাড়ে ৩টার দিকে ফজরের নামাজের সময় তিনিসহ ছাত্ররা ওজু করতে গেলে তার লাশ পাশের খালে পড়ে থাকতে দেখেন। পরে তার স্বজনসহ সবাইকে জানানো হয়। নিহতের পিতার নাম আবু সাঈদ। মাদ্রাসা সংলগ্ন দক্ষিণ বাঘাচড়া রহমত নগর গ্রামে তাদের বাড়ী। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নেয়ার পর মর্গে পাঠানো হয়েছে। রোববার সকালে ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন জানান পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে ছেলেটিকে হত্যা করা হয়েছে। পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম দুপুরে জানিয়েছেন গলায় দাগ দেখে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে ছেলেটিকে হত্যা করে গর্তে ফেলে দেয়া হয়েছে।



সাবমিট

পার্বতীপুরের পল্লীতে মাদ্রাসায় আবাসিক ছাত্র খুন

 পার্বতীপুর প্রতিনিধি 
০২ মার্চ ২০১৫, ১২:০০ এএম  | 
পার্বতীপুর শহর থেকে ৮ কিলোমিটার দূরে বেলাইচন্ডি ইউনিয়নের সুন্দরপীর হাফিজিয়া লিল্লা বডিংয়ের আবাসিক ছাত্র সোহানুর রহমান সোহাগ খুন হয়েছে। লিল্লা বডিংয়ের তত্ত্বাবধানকারী মাওলানা এমদাদুল হক রিমন জানান, সোহাগ শনিবার রাত ১০টার দিকে ঘুমাতে যায়। রাত সাড়ে ৩টার দিকে ফজরের নামাজের সময় তিনিসহ ছাত্ররা ওজু করতে গেলে তার লাশ পাশের খালে পড়ে থাকতে দেখেন। পরে তার স্বজনসহ সবাইকে জানানো হয়। নিহতের পিতার নাম আবু সাঈদ। মাদ্রাসা সংলগ্ন দক্ষিণ বাঘাচড়া রহমত নগর গ্রামে তাদের বাড়ী। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নেয়ার পর মর্গে পাঠানো হয়েছে। রোববার সকালে ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন জানান পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে ছেলেটিকে হত্যা করা হয়েছে। পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম দুপুরে জানিয়েছেন গলায় দাগ দেখে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে ছেলেটিকে হত্যা করে গর্তে ফেলে দেয়া হয়েছে।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র