jugantor
নাজিরপুরে চাঁদা না দেয়ায় হামলা ভাংচুর : আহত ৬

  নাজিরপুর প্রতিনিধি  

১০ মার্চ ২০১৫, ০০:০০:০০  | 

পিরোজপুরের নাজিরপুরে চাঁদার না দেয়ায় সন্ত্রাসীরা বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে। বাধা দিতে গেলে হামলায় ৬ মহিলা আহত হয়েছে। জানা গেছে, উপজেলার কুমারখালীতে স্থানীয় সন্ত্রাসী নজরুল বাহিনী ও বাহার বাহিনী সোমবার সকালে চাঁদার দাবিতে স্থানীয় মনির মোল্লা ও ইকবাল হোসেনের বাড়িতে ভাংচুর লুটপাটসহ ব্যাপক তাণ্ডব চালায়।

হামলায় ক্ষতিগ্রস্ত মনির হোসেন মোল্লা জানান, তার কাছে ওই সন্ত্রাসী নজরুল সম্প্রতি ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় গতকাল সকালে ওই দুই বাহিনী এক হয়ে রামদা, হকিস্টিকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তার ও স্থানীয় ইকবাল হোসেনের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। এ সময় হামলায় বাধা দিলে ওই ঘরে থাকা মনির মোল্লার মা আনোয়ারা বেগম, বোন মমতাজ বেগম, ভাই এরশাদের স্ত্রী শেলী বেগম, ইকবাল হোসেনের মা রাশিদা বেগম, ছত্তারের স্ত্রী হাসিনা বেগম, কেরামতের স্ত্রী ফজিলা বেগমকে বেধম মারধর করে। এ সময় ঘরের মালামাল লুটসহ মমতাজ বেগমের কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নেয়। তবে অভিযুক্ত নজরুল বাহিনীর প্রধান নজরুল সর্দার এ লুটপাটসহ চাঁদার অভিযোগ অস্বীকার করে জানান, ওই জমি নিয়ে ভূমিহীনদের মামলা চলছে। আর সে মামলায় ভূমিহীনদের পক্ষে রায় হয়েছে। তাই আমি ভূমিহীন হিসেবে সেখানে জমি দখল করতে গেছি।



সাবমিট

নাজিরপুরে চাঁদা না দেয়ায় হামলা ভাংচুর : আহত ৬

 নাজিরপুর প্রতিনিধি 
১০ মার্চ ২০১৫, ১২:০০ এএম  | 
পিরোজপুরের নাজিরপুরে চাঁদার না দেয়ায় সন্ত্রাসীরা বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে। বাধা দিতে গেলে হামলায় ৬ মহিলা আহত হয়েছে। জানা গেছে, উপজেলার কুমারখালীতে স্থানীয় সন্ত্রাসী নজরুল বাহিনী ও বাহার বাহিনী সোমবার সকালে চাঁদার দাবিতে স্থানীয় মনির মোল্লা ও ইকবাল হোসেনের বাড়িতে ভাংচুর লুটপাটসহ ব্যাপক তাণ্ডব চালায়।

হামলায় ক্ষতিগ্রস্ত মনির হোসেন মোল্লা জানান, তার কাছে ওই সন্ত্রাসী নজরুল সম্প্রতি ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় গতকাল সকালে ওই দুই বাহিনী এক হয়ে রামদা, হকিস্টিকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তার ও স্থানীয় ইকবাল হোসেনের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। এ সময় হামলায় বাধা দিলে ওই ঘরে থাকা মনির মোল্লার মা আনোয়ারা বেগম, বোন মমতাজ বেগম, ভাই এরশাদের স্ত্রী শেলী বেগম, ইকবাল হোসেনের মা রাশিদা বেগম, ছত্তারের স্ত্রী হাসিনা বেগম, কেরামতের স্ত্রী ফজিলা বেগমকে বেধম মারধর করে। এ সময় ঘরের মালামাল লুটসহ মমতাজ বেগমের কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নেয়। তবে অভিযুক্ত নজরুল বাহিনীর প্রধান নজরুল সর্দার এ লুটপাটসহ চাঁদার অভিযোগ অস্বীকার করে জানান, ওই জমি নিয়ে ভূমিহীনদের মামলা চলছে। আর সে মামলায় ভূমিহীনদের পক্ষে রায় হয়েছে। তাই আমি ভূমিহীন হিসেবে সেখানে জমি দখল করতে গেছি।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র