jugantor
পাঁচ দিনের মাথায় দ্বিতীয়বার অপহৃত
কলাপাড়ায় সেই স্কুলছাত্রী ২৪ দিনেও উদ্ধার হয়নি

  কলাপাড়া প্রতিনিধি  

০৪ এপ্রিল ২০১৫, ০০:০০:০০  | 

বরিশাল নিরাপত্তা হেফাজত থেকে জিম্মায় এনে একদিনও স্কুলপড়ুয়া মেয়ে সুমনা ইসলাম নওরিনকে কাছে রাখতে পারেননি তার বাবা-মা। ১০ মার্চ সন্ধ্যায় নওরিনকে অপহরণ করে সুজন হাওলাদারের নেতৃত্বে ৫-৭ যুবক। একমাত্র মেয়েকে উদ্ধারের জন্য আবারও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন অসহায় পিতা মো. নুরুল ইসলাম ও মা রাজিয়া সুলতানা। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলাপাড়া উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলেও ঘটনার ২৪ দিনেও পুলিশ নওরিনকে উদ্ধার কিংবা অপহরণকারীদের গ্রেফতার করতে পারেনি। শুক্রবার সকালে কলাপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মো. নুরুল ইসলাম ও রাজিয়া সুলতানা দম্পতি বলেন, ১০ মার্চ সন্ধ্যার পর সুজনের নেতৃত্বে ৫-৭ যুবক আকস্মিক ঘরে প্রবেশ করে তাদের কাছ থেকে জোরপূর্বক দ্বিতীয়বার অপহরণ করে নিয়ে যায় নওরিনকে। ঘটনার একদিন আগে (৮ মার্চ) নওরিনকে বরিশাল নিরাপত্তা হেফাজত থেকে আদালতের মাধ্যমে তাদের জিম্মায় নিয়ে আসেন। কিন্তু অপহরণকারীরা আবার তাকে অপহরণ করে। কলাপাড়ার খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী নওরিনকে গত ৫ ফেব্র“য়ারি সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রথম দফায় অপহরণ করে সুজনের নেতৃত্বে অপহরণকারীরা। এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি নওরিনের পিতা মো. নুরুল ইসলাম চা বিক্রেতা হারুন হাওলাদারসহ তার তিন ছেলে সুজন হাওলাদার, রাসেল হাওলাদার, রিয়াজ হাওলাদার, সোহেল হাওলাদার এবং একই এলাকার মোতাহার ফকির ও মিজানুর রহমানের বিরুদ্ধে কলাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ অপহরণকারী সুজনের পিতা হারুন হাওলাদারকে চাপপ্রয়োগ করলে অপহরণের ৬ দিন পর ১১ ফেব্র“য়ারি অপহরণকারীরা নওরিনকে কলাপাড়া-পটুয়াখালী সড়কে ফেলে রেখে পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। আদালতের নির্দেশে পুলিশ ১২ ফেব্র“য়ারি নওরিনের বয়স নির্ধারণের জন্য পটুয়াখালী হাসপাতালে ডাক্তারি পরীক্ষা শেষে তাকে বরিশাল নিরাপত্তা হেফাজতে পাঠিয়ে দেয়। মেডিকেল রিপোর্টে নওরিনের বয়স ১৩-১৪ বছর বলে প্রতিবেদন দিলে ৮ মার্চ আদালত নওরিনকে অভিভাবকদের জিম্মায় দেন। কিন্তু ১০ মার্চ তাকে আবার অপহরণ করে ওই অপহরণকারীরা। এ ব্যাপারে কলাপাড়া সহকারী পুলিশ সুপার মো. মইনুল হক বলেন, পুলিশ নওরিনকে উদ্ধারের জন্য সর্বাÍক চেষ্টা করছে। পুলিশের বিরুদ্ধে তাদের অভিযোগ মিথ্যা বলে তিনি জানান।



সাবমিট
পাঁচ দিনের মাথায় দ্বিতীয়বার অপহৃত

কলাপাড়ায় সেই স্কুলছাত্রী ২৪ দিনেও উদ্ধার হয়নি

 কলাপাড়া প্রতিনিধি 
০৪ এপ্রিল ২০১৫, ১২:০০ এএম  | 
বরিশাল নিরাপত্তা হেফাজত থেকে জিম্মায় এনে একদিনও স্কুলপড়ুয়া মেয়ে সুমনা ইসলাম নওরিনকে কাছে রাখতে পারেননি তার বাবা-মা। ১০ মার্চ সন্ধ্যায় নওরিনকে অপহরণ করে সুজন হাওলাদারের নেতৃত্বে ৫-৭ যুবক। একমাত্র মেয়েকে উদ্ধারের জন্য আবারও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন অসহায় পিতা মো. নুরুল ইসলাম ও মা রাজিয়া সুলতানা। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলাপাড়া উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলেও ঘটনার ২৪ দিনেও পুলিশ নওরিনকে উদ্ধার কিংবা অপহরণকারীদের গ্রেফতার করতে পারেনি। শুক্রবার সকালে কলাপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মো. নুরুল ইসলাম ও রাজিয়া সুলতানা দম্পতি বলেন, ১০ মার্চ সন্ধ্যার পর সুজনের নেতৃত্বে ৫-৭ যুবক আকস্মিক ঘরে প্রবেশ করে তাদের কাছ থেকে জোরপূর্বক দ্বিতীয়বার অপহরণ করে নিয়ে যায় নওরিনকে। ঘটনার একদিন আগে (৮ মার্চ) নওরিনকে বরিশাল নিরাপত্তা হেফাজত থেকে আদালতের মাধ্যমে তাদের জিম্মায় নিয়ে আসেন। কিন্তু অপহরণকারীরা আবার তাকে অপহরণ করে। কলাপাড়ার খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী নওরিনকে গত ৫ ফেব্র“য়ারি সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রথম দফায় অপহরণ করে সুজনের নেতৃত্বে অপহরণকারীরা। এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি নওরিনের পিতা মো. নুরুল ইসলাম চা বিক্রেতা হারুন হাওলাদারসহ তার তিন ছেলে সুজন হাওলাদার, রাসেল হাওলাদার, রিয়াজ হাওলাদার, সোহেল হাওলাদার এবং একই এলাকার মোতাহার ফকির ও মিজানুর রহমানের বিরুদ্ধে কলাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ অপহরণকারী সুজনের পিতা হারুন হাওলাদারকে চাপপ্রয়োগ করলে অপহরণের ৬ দিন পর ১১ ফেব্র“য়ারি অপহরণকারীরা নওরিনকে কলাপাড়া-পটুয়াখালী সড়কে ফেলে রেখে পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। আদালতের নির্দেশে পুলিশ ১২ ফেব্র“য়ারি নওরিনের বয়স নির্ধারণের জন্য পটুয়াখালী হাসপাতালে ডাক্তারি পরীক্ষা শেষে তাকে বরিশাল নিরাপত্তা হেফাজতে পাঠিয়ে দেয়। মেডিকেল রিপোর্টে নওরিনের বয়স ১৩-১৪ বছর বলে প্রতিবেদন দিলে ৮ মার্চ আদালত নওরিনকে অভিভাবকদের জিম্মায় দেন। কিন্তু ১০ মার্চ তাকে আবার অপহরণ করে ওই অপহরণকারীরা। এ ব্যাপারে কলাপাড়া সহকারী পুলিশ সুপার মো. মইনুল হক বলেন, পুলিশ নওরিনকে উদ্ধারের জন্য সর্বাÍক চেষ্টা করছে। পুলিশের বিরুদ্ধে তাদের অভিযোগ মিথ্যা বলে তিনি জানান।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র