jugantor
১৩ হাজার টাকার ইলিশ

  কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি  

১৩ এপ্রিল ২০১৫, ০০:০০:০০  | 

পহেলা বৈশাখকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর এলাকার রাজারহাট বাজারে রোববার সকালে তিন কেজি ওজনের একটি ইলিশ ১৩ হাজার টাকায় বিক্রি হয়েছে। এ লোভনীয় ইলিশ মাছটি কেনার জন্য বাজারে সকাল থেকে ক্রেতাদের মাঝে রীতিমতো নিলামডাকের মতো দাম বাড়তে থাকে। জানা গেছে, রাজারহাট বাজারে প্রতিদিন আড়িয়াল খাঁ নদ থেকে জেলেরা ইলিশ মাছ ধরে বিক্রি করতে আসে। কিন্তু হঠাৎ করে এ বড় ইলিশ মাছটি একই এলাকার জেলে মফছের আলীর জালে ধরা পড়ে। তাৎক্ষণিক মাছটি বিক্রির উদ্দেশে বাজারে আনা হয়। এর পর মাছটিকে ঘিরে চলতে থাকে ক্রেতাদের মধ্যে দর কষাকষি। একপর্যায়ে বাজারের পাশের সুমন আহম্মেদ নামের এক ক্রেতা মাছটির দাম বলেন ১৩ হাজার টাকা। কোনো ক্রেতা এর ওপর দাম না বলায় এ দামেই বিক্রি হয়ে যায় মাছটি। সকাল থেকেই এ ইলিশ মাছটিকে ঘিরে উৎসুক ক্রেতার মাঝে চলে আলোচনার ঝড়। এ ব্যাপারে ক্রেতা সুমন আহম্মেদ বলেন, সামনে পহেলা বৈশাখ তাই এ মাছটি অনেক যুদ্ধ করে কিনতে হল। কারণ শখের মূল্য লাখ টাকার উপরে।



সাবমিট

১৩ হাজার টাকার ইলিশ

 কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি 
১৩ এপ্রিল ২০১৫, ১২:০০ এএম  | 
পহেলা বৈশাখকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর এলাকার রাজারহাট বাজারে রোববার সকালে তিন কেজি ওজনের একটি ইলিশ ১৩ হাজার টাকায় বিক্রি হয়েছে। এ লোভনীয় ইলিশ মাছটি কেনার জন্য বাজারে সকাল থেকে ক্রেতাদের মাঝে রীতিমতো নিলামডাকের মতো দাম বাড়তে থাকে। জানা গেছে, রাজারহাট বাজারে প্রতিদিন আড়িয়াল খাঁ নদ থেকে জেলেরা ইলিশ মাছ ধরে বিক্রি করতে আসে। কিন্তু হঠাৎ করে এ বড় ইলিশ মাছটি একই এলাকার জেলে মফছের আলীর জালে ধরা পড়ে। তাৎক্ষণিক মাছটি বিক্রির উদ্দেশে বাজারে আনা হয়। এর পর মাছটিকে ঘিরে চলতে থাকে ক্রেতাদের মধ্যে দর কষাকষি। একপর্যায়ে বাজারের পাশের সুমন আহম্মেদ নামের এক ক্রেতা মাছটির দাম বলেন ১৩ হাজার টাকা। কোনো ক্রেতা এর ওপর দাম না বলায় এ দামেই বিক্রি হয়ে যায় মাছটি। সকাল থেকেই এ ইলিশ মাছটিকে ঘিরে উৎসুক ক্রেতার মাঝে চলে আলোচনার ঝড়। এ ব্যাপারে ক্রেতা সুমন আহম্মেদ বলেন, সামনে পহেলা বৈশাখ তাই এ মাছটি অনেক যুদ্ধ করে কিনতে হল। কারণ শখের মূল্য লাখ টাকার উপরে।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র