jugantor
অপবাদ সইতে না পেরে স্বরূপকাঠিতে এনজিও কর্মীর আত্মহত্যা

  স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি  

১৬ মে ২০১৫, ০০:০০:০০  | 

স্বরূপকাঠিতে প্রেমের অপবাদ দিয়ে শারীরিক লাঞ্ছনার অপমান সইতে না পেরে সুদেব বড়াল (২২) নামে এক এনজিও কর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে আতাগ্রামের নিজবাড়ির বাগানে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছে। নিহত সুদেব আতাগ্রামের মৃত সুধির বড়ালের একমাত্র ছেলে। সুদেবের বোন অপু মণ্ডল অভিযোগ করে বলেন, তাদের একমাত্র ভাই সুদেব এসএসসি পাস করার পর অভাবের কারণে লেখাপড়া ছেড়ে দিয়ে মাদ্রাবাজারের আস্থা সমবায় ও ঋণদান সমিতির কর্মচারী হিসেবে দু’বছর ধরে কাজ করছিলেন। একই এনজিওতে কর্মরত এক মহিলা কর্মীর সঙ্গে সুদেবের প্রেমের সম্পর্ক আছে এমন অজুহাত দেখিয়ে তাকে বিয়ে করতে চাপ সৃষ্টি করেন এনজিওটির পরিচালকসহ বেশ ক’জন প্রভাবশালী।



সাবমিট

অপবাদ সইতে না পেরে স্বরূপকাঠিতে এনজিও কর্মীর আত্মহত্যা

 স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি 
১৬ মে ২০১৫, ১২:০০ এএম  | 
স্বরূপকাঠিতে প্রেমের অপবাদ দিয়ে শারীরিক লাঞ্ছনার অপমান সইতে না পেরে সুদেব বড়াল (২২) নামে এক এনজিও কর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে আতাগ্রামের নিজবাড়ির বাগানে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছে। নিহত সুদেব আতাগ্রামের মৃত সুধির বড়ালের একমাত্র ছেলে। সুদেবের বোন অপু মণ্ডল অভিযোগ করে বলেন, তাদের একমাত্র ভাই সুদেব এসএসসি পাস করার পর অভাবের কারণে লেখাপড়া ছেড়ে দিয়ে মাদ্রাবাজারের আস্থা সমবায় ও ঋণদান সমিতির কর্মচারী হিসেবে দু’বছর ধরে কাজ করছিলেন। একই এনজিওতে কর্মরত এক মহিলা কর্মীর সঙ্গে সুদেবের প্রেমের সম্পর্ক আছে এমন অজুহাত দেখিয়ে তাকে বিয়ে করতে চাপ সৃষ্টি করেন এনজিওটির পরিচালকসহ বেশ ক’জন প্রভাবশালী।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র