jugantor
উল্লাপাড়া পৌরসভা নির্বাচন
সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ অলিতে গলিতে পোস্টার

  গোলাম মোস্তফা, উল্লাপাড়া থেকে  

২০ অক্টোবর ২০১৫, ০০:০০:০০  | 

উল্লাপাড়া পৌর নির্বাচন নিয়ে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয় মনোনয়ন ও দলীয় প্রতীকে হবে মন্ত্রিসভার এমন সিদ্ধান্তে সম্ভাব্য প্রার্থীদের এখন টার্গেট দলীয় মনোনয়ন নেয়া। সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পাওয়াটাই ভাগ্য বলে মনে করছেন। সে লক্ষ্যে ছুটছে তারা। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপের টার্গেট হচ্ছে দলীয় মনোনয়ন। উল্লাপাড়া পৌরসভা মেয়র পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরাই মূলত এখন প্রচার-প্রচারণায় রয়েছেন। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ফয়সাল কাদের রুমি, পৌর আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর আহসান আলী সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি প্যানেল মেয়র এসএম. আমিরুল ইসলাম আরজু। এসব সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড, পোস্টারে ছেয়ে গেছে পৌরসভার অলিগলি। হাটে-বাজারে, চায়ের দোকানে মূল আলোচনা কে পাচ্ছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন। উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে এই চারজনের মধ্য থেকেই দলীয় মনোনয়ন চূড়ান্ত হবে। মেয়র পদে দলীয় মনোনয়ন নিয়ে উপজেলা আওয়ামী লীগ তৃণমূলের সিদ্ধান্ত চাইবে। উপজেলা আওয়ামী লীগের একটি সূত্র এ তথ্য জানায়। সে ক্ষেত্রে পৌরসভার ভোটের আগে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের তৃণমূলের ভোটে জয়লাভ করে আসতে হবে। আর এ কারণেই আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের কাছে পৌরসভার তৃণমূলে নেতাকর্মীদের কদর বেড়েছে। উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা মামলায় জড়িয়ে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছেন। গত ২ বছর ধরে এখানে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড তো দূরের কথা, নেতাদের প্রকাশ্যে দেখা মেলেনি। উল্লাপাড়ায় বিএনপি দু’গ্র“পে বিভক্ত। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজাদ হোসেন দলের প্রার্থী হবেন এমন প্রচারণা চালাচ্ছে তার সমর্থকরা। অপর দিকে সাবেক এমপি উপজেলা বিএনপির সভাপতি এম আকবর আলীর সমর্থকরা চাচ্ছে বর্তমান মেয়র পৌর বিএনপির সভাপতি মো. বেলাল হোসেনকে প্রার্থী করতে। বর্তমান মেয়র বেলাল হোসেন এবার নির্বাচনে প্রার্থী হচ্ছেন না বলে তিনি যুগান্তরকে নিশ্চিত করেছেন। বিএনপির উপজেলা সাংগঠনিক সম্পাদক হেলাল সরকার জানান, কেন্দ্রের সিদ্ধান্তের উপর নির্ভর করবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়া না নেয়া, তবে উল্লাপাড়া পৌরসভা নির্বাচনের ব্যাপারে তারা প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। এদিকে স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণায় রয়েছে উল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এসএম জাহিদুজ্জামান কাকন।



সাবমিট
উল্লাপাড়া পৌরসভা নির্বাচন

সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ অলিতে গলিতে পোস্টার

 গোলাম মোস্তফা, উল্লাপাড়া থেকে 
২০ অক্টোবর ২০১৫, ১২:০০ এএম  | 
উল্লাপাড়া পৌর নির্বাচন নিয়ে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয় মনোনয়ন ও দলীয় প্রতীকে হবে মন্ত্রিসভার এমন সিদ্ধান্তে সম্ভাব্য প্রার্থীদের এখন টার্গেট দলীয় মনোনয়ন নেয়া। সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পাওয়াটাই ভাগ্য বলে মনে করছেন। সে লক্ষ্যে ছুটছে তারা। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপের টার্গেট হচ্ছে দলীয় মনোনয়ন। উল্লাপাড়া পৌরসভা মেয়র পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরাই মূলত এখন প্রচার-প্রচারণায় রয়েছেন। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ফয়সাল কাদের রুমি, পৌর আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর আহসান আলী সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি প্যানেল মেয়র এসএম. আমিরুল ইসলাম আরজু। এসব সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড, পোস্টারে ছেয়ে গেছে পৌরসভার অলিগলি। হাটে-বাজারে, চায়ের দোকানে মূল আলোচনা কে পাচ্ছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন। উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে এই চারজনের মধ্য থেকেই দলীয় মনোনয়ন চূড়ান্ত হবে। মেয়র পদে দলীয় মনোনয়ন নিয়ে উপজেলা আওয়ামী লীগ তৃণমূলের সিদ্ধান্ত চাইবে। উপজেলা আওয়ামী লীগের একটি সূত্র এ তথ্য জানায়। সে ক্ষেত্রে পৌরসভার ভোটের আগে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের তৃণমূলের ভোটে জয়লাভ করে আসতে হবে। আর এ কারণেই আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের কাছে পৌরসভার তৃণমূলে নেতাকর্মীদের কদর বেড়েছে। উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা মামলায় জড়িয়ে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছেন। গত ২ বছর ধরে এখানে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড তো দূরের কথা, নেতাদের প্রকাশ্যে দেখা মেলেনি। উল্লাপাড়ায় বিএনপি দু’গ্র“পে বিভক্ত। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজাদ হোসেন দলের প্রার্থী হবেন এমন প্রচারণা চালাচ্ছে তার সমর্থকরা। অপর দিকে সাবেক এমপি উপজেলা বিএনপির সভাপতি এম আকবর আলীর সমর্থকরা চাচ্ছে বর্তমান মেয়র পৌর বিএনপির সভাপতি মো. বেলাল হোসেনকে প্রার্থী করতে। বর্তমান মেয়র বেলাল হোসেন এবার নির্বাচনে প্রার্থী হচ্ছেন না বলে তিনি যুগান্তরকে নিশ্চিত করেছেন। বিএনপির উপজেলা সাংগঠনিক সম্পাদক হেলাল সরকার জানান, কেন্দ্রের সিদ্ধান্তের উপর নির্ভর করবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়া না নেয়া, তবে উল্লাপাড়া পৌরসভা নির্বাচনের ব্যাপারে তারা প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। এদিকে স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণায় রয়েছে উল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এসএম জাহিদুজ্জামান কাকন।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র