jugantor
বড়াইগ্রাম সড়ক ট্রাজেডি দিবস আজ

  নাটোর প্রতিনিধি  

২০ অক্টোবর ২০১৫, ০০:০০:০০  | 

আজ ২০ অক্টোবর ভয়াবহ বাস দুর্ঘটনায় ৩৭ জন নিহতের প্রথম বর্ষপূর্তি। নাটোরে এটি বড়াইগ্রাম ট্রাজেডি হিসেবেও পরিচিত। ২০১৪ সালের এই দিনে বড়াইগ্রামের রেজুর মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ঘটে যাওয়া দেশের সবচেয়ে ভয়াবহ ও মর্মান্তিক বাস দুর্ঘটনায় ৩৭ জনের মৃত্যুর প্রথম বার্ষিকী। এই এলাকার মানুষের হৃদয়ে রক্তক্ষরণের দিন। বছর পেরিয়ে গেলেও আত্মীয়স্বজনদের চোখের পানি আজও শুকায়নি। গুরুদাসপুরের শিধুলী গ্রামে নিহতদের বিধবা স্ত্রী, এতিম সন্তান ও বাবা-মা এখনও স্বজনের শোকে নীরবে অশ্র“ বিসর্জন দিচ্ছেন। দুর্ঘটনার তিন দিনের মাথায় সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বড়াইগ্রাম উপজেলা পরিষদ হলরুমে নিহতদের বাবা ও স্ত্রীর হাতে এক লাখ টাকার সরকারি অনুদানের চেক তুলে দেন। এ চেক নিহতের স্ত্রী ও বাবার যৌথ নামে ইস্যু করা হয়।সাবমিট

বড়াইগ্রাম সড়ক ট্রাজেডি দিবস আজ

 নাটোর প্রতিনিধি 
২০ অক্টোবর ২০১৫, ১২:০০ এএম  | 
আজ ২০ অক্টোবর ভয়াবহ বাস দুর্ঘটনায় ৩৭ জন নিহতের প্রথম বর্ষপূর্তি। নাটোরে এটি বড়াইগ্রাম ট্রাজেডি হিসেবেও পরিচিত। ২০১৪ সালের এই দিনে বড়াইগ্রামের রেজুর মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ঘটে যাওয়া দেশের সবচেয়ে ভয়াবহ ও মর্মান্তিক বাস দুর্ঘটনায় ৩৭ জনের মৃত্যুর প্রথম বার্ষিকী। এই এলাকার মানুষের হৃদয়ে রক্তক্ষরণের দিন। বছর পেরিয়ে গেলেও আত্মীয়স্বজনদের চোখের পানি আজও শুকায়নি। গুরুদাসপুরের শিধুলী গ্রামে নিহতদের বিধবা স্ত্রী, এতিম সন্তান ও বাবা-মা এখনও স্বজনের শোকে নীরবে অশ্র“ বিসর্জন দিচ্ছেন। দুর্ঘটনার তিন দিনের মাথায় সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বড়াইগ্রাম উপজেলা পরিষদ হলরুমে নিহতদের বাবা ও স্ত্রীর হাতে এক লাখ টাকার সরকারি অনুদানের চেক তুলে দেন। এ চেক নিহতের স্ত্রী ও বাবার যৌথ নামে ইস্যু করা হয়। 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র