jugantor
মেহেন্দিগঞ্জে স্ট্যান্ড রিলিজের পরও কর্মস্থল ছাড়েননি পিআইও

  মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি  

২০ অক্টোবর ২০১৫, ০০:০০:০০  | 

স্ট্যান্ড রিলিজ হওয়ার পাঁচ দিন পরও পুরনো কর্মস্থল ছাড়ছেননি মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসান। শুধু তাই নয়, মেহেন্দিগঞ্জ থেকে স্ট্যান্ড রিলিজ হয়ে সরকারি বেঁধে দেয়া সময়ে তিনি নতুন কর্মস্থল ঝালকাঠি সদরে যোগদান না করে আগের কর্মস্থলেই বহাল তবিয়তে রয়েছেন। পাশাপাশি তার স্থানে যোগদানকারী পিআইও কামরুজ্জামানকে ঠিক মতো কাজ করতে দিচ্ছেন না তিনি। একই কর্মস্থলে প্রায় তিন বছর পার করার পরও কেন তিনি সরকারি আদেশ অমান্য করে নতুন কর্মস্থলে যোগদান করতে চাইছেন না তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন কর্মকাণ্ডে তার খুঁটির জোর নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। অফিস সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর মেহেন্দিগঞ্জ পিআইও আবিদ হাসানকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালকের পক্ষে উপপরিচালক একরামুল হক প্রশাসন-১ তাকে ঝালকাঠি সদরে বদলি করেন। একই সঙ্গে বদলিকৃত কর্মকর্তাকে ১৪ অক্টোবর বদলিকৃত কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেয়া হয়। অন্যথায় ১৫ অক্টোবর বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক কর্মবিমুক্ত বলে গণ্য হবে। এ ক্ষেত্রে ১৫ অক্টোবর আবিদ হাসান নতুন কর্মস্থলে যোগদান করেননি।সাবমিট

মেহেন্দিগঞ্জে স্ট্যান্ড রিলিজের পরও কর্মস্থল ছাড়েননি পিআইও

 মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি 
২০ অক্টোবর ২০১৫, ১২:০০ এএম  | 
স্ট্যান্ড রিলিজ হওয়ার পাঁচ দিন পরও পুরনো কর্মস্থল ছাড়ছেননি মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসান। শুধু তাই নয়, মেহেন্দিগঞ্জ থেকে স্ট্যান্ড রিলিজ হয়ে সরকারি বেঁধে দেয়া সময়ে তিনি নতুন কর্মস্থল ঝালকাঠি সদরে যোগদান না করে আগের কর্মস্থলেই বহাল তবিয়তে রয়েছেন। পাশাপাশি তার স্থানে যোগদানকারী পিআইও কামরুজ্জামানকে ঠিক মতো কাজ করতে দিচ্ছেন না তিনি। একই কর্মস্থলে প্রায় তিন বছর পার করার পরও কেন তিনি সরকারি আদেশ অমান্য করে নতুন কর্মস্থলে যোগদান করতে চাইছেন না তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন কর্মকাণ্ডে তার খুঁটির জোর নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। অফিস সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর মেহেন্দিগঞ্জ পিআইও আবিদ হাসানকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালকের পক্ষে উপপরিচালক একরামুল হক প্রশাসন-১ তাকে ঝালকাঠি সদরে বদলি করেন। একই সঙ্গে বদলিকৃত কর্মকর্তাকে ১৪ অক্টোবর বদলিকৃত কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেয়া হয়। অন্যথায় ১৫ অক্টোবর বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক কর্মবিমুক্ত বলে গণ্য হবে। এ ক্ষেত্রে ১৫ অক্টোবর আবিদ হাসান নতুন কর্মস্থলে যোগদান করেননি। 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র