jugantor
সড়ক দুর্ঘটনায় ৩ শিশুসহ পাঁচ স্থানে ৫ জন নিহত

  যুগান্তর ডেস্ক  

২০ অক্টোবর ২০১৫, ০০:০০:০০  | 

সড়ক দুর্ঘটনায় ফরিদপুর, ঈশ্বরগঞ্জ ও সেনবাগে ৩ শিশুসহ গোপালগঞ্জ ও সখীপুরে ৫ জন নিহত হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান-

ফরিদপুর ব্যুরো : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের ভাঙ্গা উপজেলার সুয়াদী নামক স্থানে সোমবার দুপুরে রাস্তা পার হতে গিয়ে হাফিজুল শেখ (৮) নামের এক শিশু বাস চাপায় নিহত হয়েছে। সে উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামের কৃষক আকমল শেকের পুত্র।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ঈশ্বরগঞ্জে অটোরিকশা চাপায় বিল্লাল হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার সুতিভরট গ্রামের আলাল মিয়ার পুত্র। রোববার বিকালে মধুপুর-গাজীপুর সড়কে সুতিভরট এলাকায় একটি অটোরিকশার চাপায় গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়।

সেনবাগ : সেনবাগে সড়ক দুর্ঘটনায় ইয়াছমিন আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের উপজেলার ছমির মুন্সির হাট বাজার সংলগ্ন আজিজপুর পোলের গোড়ায় ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত ইয়াছমিন আক্তার উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের রাজু আহম্মেদের মেয়ে।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে গাড়ি চাপায় সজীব ফকির (২০) নামে এক বাস শ্রমিক নিহত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সজীব ফকির রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি জিপ গাড়ি তাকে চাপা দেয়।

সখীপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের সখীপুরে বাস চাপায় ফারজানা টেলিকমের সহযোগী মিজান (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বেড়বাড়ী টানপাড়া গ্রামের ছানোয়ারের ছেলে। সোমবার মিজান সখীপুর থেকে টাঙ্গাইল যাওয়ার পথে টাঙ্গাইল পৌর এলাকায় পৌঁছলে রাস্তা পারাপারের সময় তাকে বাস চাপা দেয়।সাবমিট

সড়ক দুর্ঘটনায় ৩ শিশুসহ পাঁচ স্থানে ৫ জন নিহত

 যুগান্তর ডেস্ক 
২০ অক্টোবর ২০১৫, ১২:০০ এএম  | 
সড়ক দুর্ঘটনায় ফরিদপুর, ঈশ্বরগঞ্জ ও সেনবাগে ৩ শিশুসহ গোপালগঞ্জ ও সখীপুরে ৫ জন নিহত হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান-

ফরিদপুর ব্যুরো : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের ভাঙ্গা উপজেলার সুয়াদী নামক স্থানে সোমবার দুপুরে রাস্তা পার হতে গিয়ে হাফিজুল শেখ (৮) নামের এক শিশু বাস চাপায় নিহত হয়েছে। সে উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামের কৃষক আকমল শেকের পুত্র।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ঈশ্বরগঞ্জে অটোরিকশা চাপায় বিল্লাল হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার সুতিভরট গ্রামের আলাল মিয়ার পুত্র। রোববার বিকালে মধুপুর-গাজীপুর সড়কে সুতিভরট এলাকায় একটি অটোরিকশার চাপায় গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়।

সেনবাগ : সেনবাগে সড়ক দুর্ঘটনায় ইয়াছমিন আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের উপজেলার ছমির মুন্সির হাট বাজার সংলগ্ন আজিজপুর পোলের গোড়ায় ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত ইয়াছমিন আক্তার উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের রাজু আহম্মেদের মেয়ে।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে গাড়ি চাপায় সজীব ফকির (২০) নামে এক বাস শ্রমিক নিহত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সজীব ফকির রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি জিপ গাড়ি তাকে চাপা দেয়।

সখীপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের সখীপুরে বাস চাপায় ফারজানা টেলিকমের সহযোগী মিজান (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বেড়বাড়ী টানপাড়া গ্রামের ছানোয়ারের ছেলে। সোমবার মিজান সখীপুর থেকে টাঙ্গাইল যাওয়ার পথে টাঙ্গাইল পৌর এলাকায় পৌঁছলে রাস্তা পারাপারের সময় তাকে বাস চাপা দেয়। 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র