কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, মাদকদ্রব্যসহ প্রায় এক কোটি টাকার মালামাল আটক করা হয়েছে। বুধবার জেলার ভারত সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কুমিল্লা কোটবাড়ি ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এসব মাদকদ্রব্য ও মালামাল আটক করে। পরে এসব মাদকদ্রব্য ও মালামাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও কাস্টমস অফিসে জমা করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে বিজিবির পৃথক দল জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ও চৌয়ারা এলাকায় অভিযান চালায়। এ সময় ৭৮০টি উন্নতমানের ভারতীয় শাড়ি বোঝাই একটি প্রাইভেটকার ও একটি পিকআপ আটক করা হয়। এছাড়া জেলার ভারত সীমান্তবর্তী একাধিক স্থানে অভিযান চালিয়ে ২০৮ বোতল হুইস্কি, ৭ বোতল বিয়ার, সাড়ে ৬ কেজি গাঁজা, একটি কাভার্ড ভ্যান, কাভার্ড ভ্যানের ৩টি অতিরিক্ত চাকাসহ বিভিন্ন মালামাল আটক করে বিজিবি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুমিল্লায় কোটি টাকার ভারতীয় পণ্য আটক
কুমিল্লা ব্যুরো
১০ ডিসেম্বর ২০১৫, ১২:০০ এএম |
কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, মাদকদ্রব্যসহ প্রায় এক কোটি টাকার মালামাল আটক করা হয়েছে। বুধবার জেলার ভারত সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কুমিল্লা কোটবাড়ি ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এসব মাদকদ্রব্য ও মালামাল আটক করে। পরে এসব মাদকদ্রব্য ও মালামাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও কাস্টমস অফিসে জমা করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে বিজিবির পৃথক দল জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ও চৌয়ারা এলাকায় অভিযান চালায়। এ সময় ৭৮০টি উন্নতমানের ভারতীয় শাড়ি বোঝাই একটি প্রাইভেটকার ও একটি পিকআপ আটক করা হয়। এছাড়া জেলার ভারত সীমান্তবর্তী একাধিক স্থানে অভিযান চালিয়ে ২০৮ বোতল হুইস্কি, ৭ বোতল বিয়ার, সাড়ে ৬ কেজি গাঁজা, একটি কাভার্ড ভ্যান, কাভার্ড ভ্যানের ৩টি অতিরিক্ত চাকাসহ বিভিন্ন মালামাল আটক করে বিজিবি।