jugantor
হানাদার মুক্ত দিবস পালিত

  যুগান্তর ডেস্ক  

১০ ডিসেম্বর ২০১৫, ০০:০০:০০  | 

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার যশোরের অভয়নগর, নেত্রকোনার পূর্বধলা ও ময়মনসিংহের ত্রিশালে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর-

অভয়নগর (যশোর) : যশোর-খুলনা মহাসড়কে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে অভয়নগরে নওয়াপাড়া ইন্সটিটিউট মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার স ম মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নূরল হক মোল্যা, ইউএনও সিফাত মেহনাজ, আক্তারুজ্জামান তারু, ইব্রাহীম বিশ্বাস, আবদুল আজিজ সরদার, খায়রুল বাসার ও বাদল মোল্যা প্রমুখ।

পূর্বধলা (নেত্রকোনা) : পূর্বধলায় র‌্যালি পরবর্তী উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও মো. সামছুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসেন আরা বেগম লুৎফা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নিজান উদ্দিন, আবদুর রহমান, হাসান ঈমাম, ইউনুছ আলী মণ্ডল, আবদুর রব তালুকদার, সিদ্দিকুর রহমান, তারা মিয়া, মাসুউদুর রহমান প্রমুখ।

ত্রিশাল (ময়মনসিংহ) : র‌্যালি শেষে দরিরামপুর মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম জৈমত আলীর কবর জিয়ারত করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজিম উদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, নবী নেওয়াজ সরকার, আনোয়ার হোসেন আকন্দ, আবদুল মান্নান, সাইদুল হক প্রমুখ।

নেত্রকোনা : জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল আমিনের সভাপতিত্বে নেত্রকোনার পাবলিক হলে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার, এমপি আশরাফ আলী খাস খসরু, মাহমুদ হাসান, নজরুল ইসলাম খান, খান মোহাম্মদ আবু নাসের, এসএম বজলুর কাদের শাহজাহান, ওসমান গনি তালুকদার, আবদুর রহিম, আবদুল মতিন, তুহিন আক্তার প্রমুখ।সাবমিট

হানাদার মুক্ত দিবস পালিত

 যুগান্তর ডেস্ক 
১০ ডিসেম্বর ২০১৫, ১২:০০ এএম  | 
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার যশোরের অভয়নগর, নেত্রকোনার পূর্বধলা ও ময়মনসিংহের ত্রিশালে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর-

অভয়নগর (যশোর) : যশোর-খুলনা মহাসড়কে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে অভয়নগরে নওয়াপাড়া ইন্সটিটিউট মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার স ম মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নূরল হক মোল্যা, ইউএনও সিফাত মেহনাজ, আক্তারুজ্জামান তারু, ইব্রাহীম বিশ্বাস, আবদুল আজিজ সরদার, খায়রুল বাসার ও বাদল মোল্যা প্রমুখ।

পূর্বধলা (নেত্রকোনা) : পূর্বধলায় র‌্যালি পরবর্তী উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও মো. সামছুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসেন আরা বেগম লুৎফা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নিজান উদ্দিন, আবদুর রহমান, হাসান ঈমাম, ইউনুছ আলী মণ্ডল, আবদুর রব তালুকদার, সিদ্দিকুর রহমান, তারা মিয়া, মাসুউদুর রহমান প্রমুখ।

ত্রিশাল (ময়মনসিংহ) : র‌্যালি শেষে দরিরামপুর মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম জৈমত আলীর কবর জিয়ারত করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজিম উদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, নবী নেওয়াজ সরকার, আনোয়ার হোসেন আকন্দ, আবদুল মান্নান, সাইদুল হক প্রমুখ।

নেত্রকোনা : জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল আমিনের সভাপতিত্বে নেত্রকোনার পাবলিক হলে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার, এমপি আশরাফ আলী খাস খসরু, মাহমুদ হাসান, নজরুল ইসলাম খান, খান মোহাম্মদ আবু নাসের, এসএম বজলুর কাদের শাহজাহান, ওসমান গনি তালুকদার, আবদুর রহিম, আবদুল মতিন, তুহিন আক্তার প্রমুখ। 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র