সিলেটে অর্থমন্ত্রী মুহিত
‘কলেরা’ ডিকশনারিতে খুঁজে পাবে না আগামী প্রজন্ম
সিলেট ব্যুরো
১০ ডিসেম্বর ২০১৫, ০০:০০:০০ |
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেছেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরসলভাবে কাজ করে যাচ্ছে। এককালে ‘কলেরা’ মহামারী আকার ধারণ করলেও এখন আর নেই। আগামী প্রজন্ম এটি ডিকশনারিতে খুঁজে পাবে না। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এটা সরকারের বড় সাফল্য। তিনি বুধবার সিলেট সদর উপজেলা ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কমিউনিটি ক্লিনিকের সাফল্যের বর্ণনা দিয়ে অর্থমন্ত্রী বলেন, এখন গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা পাচ্ছে দেশের মানুষ। উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতিসংঘ বাংলাদেশ মিশনের সদ্য সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আবুল কাশেম আবদুল মোমেন, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিন, জেলা আওয়ামী লীগের সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মীর মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশাহ প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সিলেটে অর্থমন্ত্রী মুহিত
‘কলেরা’ ডিকশনারিতে খুঁজে পাবে না আগামী প্রজন্ম
সিলেট ব্যুরো
১০ ডিসেম্বর ২০১৫, ১২:০০ এএম |
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেছেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরসলভাবে কাজ করে যাচ্ছে। এককালে ‘কলেরা’ মহামারী আকার ধারণ করলেও এখন আর নেই। আগামী প্রজন্ম এটি ডিকশনারিতে খুঁজে পাবে না। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এটা সরকারের বড় সাফল্য। তিনি বুধবার সিলেট সদর উপজেলা ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কমিউনিটি ক্লিনিকের সাফল্যের বর্ণনা দিয়ে অর্থমন্ত্রী বলেন, এখন গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা পাচ্ছে দেশের মানুষ। উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতিসংঘ বাংলাদেশ মিশনের সদ্য সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আবুল কাশেম আবদুল মোমেন, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিন, জেলা আওয়ামী লীগের সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মীর মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশাহ প্রমুখ।