jugantor
সিলেটে ট্রাকের ধাক্কায় নিহত ২ আহত ৪

  সিলেট ব্যুরো  

১০ ডিসেম্বর ২০১৫, ০০:০০:০০  | 

সিলেটে দুটি ট্রাকের সংঘর্ষে দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন। সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকার সাতমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন সিলেটের বিমানবন্দর থানার কনইর আলীর ছেলে আবদুল আহাদ ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারের পানাইল গ্রামের মৃত অমূল্য দাসের ছেলে বরুণ দাস। আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়ানো ছিল। এ সময় সিলেটগামী অন্য একটি ট্রাক ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দু’জন নিহত ও চারজন আহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং ট্রাক দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।সাবমিট

সিলেটে ট্রাকের ধাক্কায় নিহত ২ আহত ৪

 সিলেট ব্যুরো 
১০ ডিসেম্বর ২০১৫, ১২:০০ এএম  | 
সিলেটে দুটি ট্রাকের সংঘর্ষে দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন। সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকার সাতমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন সিলেটের বিমানবন্দর থানার কনইর আলীর ছেলে আবদুল আহাদ ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারের পানাইল গ্রামের মৃত অমূল্য দাসের ছেলে বরুণ দাস। আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়ানো ছিল। এ সময় সিলেটগামী অন্য একটি ট্রাক ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দু’জন নিহত ও চারজন আহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং ট্রাক দুটি জব্দ করে থানায় নিয়ে যায়। 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র