jugantor
আন্দোলনে যাচ্ছে গ্রন্থাগারিক সমিতি

  ঢাকা, ১৮ জুলাই :  

১৮ জুলাই ২০১৩, ০৪:৫৫:৪৮  | 

বাংলাদেশ সহকারি গ্রন্থাগারিক সমিতিকে ২৫ জুলাই এর মধ্যে এমপিওভূক্তির ঘোষণা না দেওয়া হলে ২৮ জুলাই হতে অবস্থান ধর্মঘটসহ আমরণ অনশনের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কার্যকরি কমিটির সদস্য রফিকুল ইসলাম হেলাল। তিনি বলেন, হিসাব অনুযায়ী এমপিওভূক্ত ১৫ হাজার ৪৯৫ টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৮ হাজার সহকারি গ্রস্থাগারিক কর্মরত আছেন। নিয়োগ প্রাপ্তির তিন মাসের মধ্যে বেতন ভাতা পাওয়ার কথা থাকলেও সরকার গত চার বছরে তাদের বাদ দিয়ে সাতটি এমপিও দিয়েছে। এখন পর্যন্ত শতকরা ৯৫ জন সহকারী গ্রস্থাগারিককে এমপিওভুক্ত করা হয়নি। বাংলাদেশে প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্ত শিক্ষকরা বেতন ভাতা পাচ্ছেন। কিন্তু সরকারি পরিপত্র জারির মাধ্যমে নিয়োগকৃত গ্রন্থাগারিকদের প্রায় ৩ বছরের অধিককাল যাবৎ বেতন ভাতা না দিয়ে সরকার অমানবিক আচারণ করছে। তারা জানান, আগামী ২৫ জুলাই এর মধ্যে সহকারি গ্রন্থাগারিক সমিতির এমপিওভূক্তির দাবি মেনে না নিলে ২৮ জুলাই থেকে আমরণ অনশনসহ আন্দোলন কর্মসূচি চলবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান পিনু প্রমুখ।
সাবমিট

আন্দোলনে যাচ্ছে গ্রন্থাগারিক সমিতি

 ঢাকা, ১৮ জুলাই : 
১৮ জুলাই ২০১৩, ০৪:৫৫ এএম  | 
বাংলাদেশ সহকারি গ্রন্থাগারিক সমিতিকে ২৫ জুলাই এর মধ্যে এমপিওভূক্তির ঘোষণা না দেওয়া হলে ২৮ জুলাই হতে অবস্থান ধর্মঘটসহ আমরণ অনশনের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কার্যকরি কমিটির সদস্য রফিকুল ইসলাম হেলাল। তিনি বলেন, হিসাব অনুযায়ী এমপিওভূক্ত ১৫ হাজার ৪৯৫ টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৮ হাজার সহকারি গ্রস্থাগারিক কর্মরত আছেন। নিয়োগ প্রাপ্তির তিন মাসের মধ্যে বেতন ভাতা পাওয়ার কথা থাকলেও সরকার গত চার বছরে তাদের বাদ দিয়ে সাতটি এমপিও দিয়েছে। এখন পর্যন্ত শতকরা ৯৫ জন সহকারী গ্রস্থাগারিককে এমপিওভুক্ত করা হয়নি। বাংলাদেশে প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্ত শিক্ষকরা বেতন ভাতা পাচ্ছেন। কিন্তু সরকারি পরিপত্র জারির মাধ্যমে নিয়োগকৃত গ্রন্থাগারিকদের প্রায় ৩ বছরের অধিককাল যাবৎ বেতন ভাতা না দিয়ে সরকার অমানবিক আচারণ করছে। তারা জানান, আগামী ২৫ জুলাই এর মধ্যে সহকারি গ্রন্থাগারিক সমিতির এমপিওভূক্তির দাবি মেনে না নিলে ২৮ জুলাই থেকে আমরণ অনশনসহ আন্দোলন কর্মসূচি চলবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান পিনু প্রমুখ।

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র