jugantor
দুই রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবে ইইউ প্রতিনিধি দল

  অনলাইন ডেস্ক, ৬ সেপ্টেম্বর  

০৬ সেপ্টেম্বর ২০১৩, ১৭:০৫:০২  | 

বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন৷ তাই সম্ভাব্যতা যাচাই করতেই ইইউ-র একটি তথ্যানুসন্ধানী দল দুই সপ্তাহের সফরে শনিবার ঢাকায় আসছে৷ ইইউ'র ঢাকা দূতাবাসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ডয়েচে ভেলে।
ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইইউ-র বহিঃসম্পর্ক বিভাগের কর্মকর্তা ব্যালথাসার বেঞ্জের নেতৃত্বে পাঁচ সদস্যদের এই প্রতিনিধি দল ফিরে গিয়ে যে রিপোর্ট দেবে, তার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা৷ আর পাঠালে তার সদস্য সংখ্যা কত হবে৷
প্রসঙ্গত, বাংলাদেশের গত সংসদ নির্বাচনেও ইইউ'র প্রায় ১০০ সদস্যের একটি প্রতিনিধি দল এসেছিল৷ এবং সে সময় আলাদা অফিস নিয়ে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করেছিল তারা৷
ইইউ দূতাবাসের এক কর্মকর্তা জানান, প্রতিনিধি দলটি ৭ থেকে ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে সফর করবে৷ তারা নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচনের পরে বাংলাদেশে পর্যবেক্ষক মিশন পাঠানোর সম্ভাব্যতা যাচাই করবে৷ বিশেষ করে পর্যবেক্ষক নিয়োগ এবং তাদের ভূমিকা কি হবে তা নিয়ে তারা এই সফরে কাজ করবে৷
ওই কর্মকর্তা আরো জানান, সফরের সময় তারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলবে৷ এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির সঙ্গে তাদের কথা বলার দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেছে৷ এছাড়া তারা বৈঠক করবে নির্বাচন কমিশনের সঙ্গে৷ বৈঠক হবে সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গেও৷
সাবমিট

দুই রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবে ইইউ প্রতিনিধি দল

 অনলাইন ডেস্ক, ৬ সেপ্টেম্বর 
০৬ সেপ্টেম্বর ২০১৩, ০৫:০৫ পিএম  | 
বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন৷ তাই সম্ভাব্যতা যাচাই করতেই ইইউ-র একটি তথ্যানুসন্ধানী দল দুই সপ্তাহের সফরে শনিবার ঢাকায় আসছে৷ ইইউ'র ঢাকা দূতাবাসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ডয়েচে ভেলে।
ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইইউ-র বহিঃসম্পর্ক বিভাগের কর্মকর্তা ব্যালথাসার বেঞ্জের নেতৃত্বে পাঁচ সদস্যদের এই প্রতিনিধি দল ফিরে গিয়ে যে রিপোর্ট দেবে, তার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা৷ আর পাঠালে তার সদস্য সংখ্যা কত হবে৷
প্রসঙ্গত, বাংলাদেশের গত সংসদ নির্বাচনেও ইইউ'র প্রায় ১০০ সদস্যের একটি প্রতিনিধি দল এসেছিল৷ এবং সে সময় আলাদা অফিস নিয়ে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করেছিল তারা৷
ইইউ দূতাবাসের এক কর্মকর্তা জানান, প্রতিনিধি দলটি ৭ থেকে ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে সফর করবে৷ তারা নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচনের পরে বাংলাদেশে পর্যবেক্ষক মিশন পাঠানোর সম্ভাব্যতা যাচাই করবে৷ বিশেষ করে পর্যবেক্ষক নিয়োগ এবং তাদের ভূমিকা কি হবে তা নিয়ে তারা এই সফরে কাজ করবে৷
ওই কর্মকর্তা আরো জানান, সফরের সময় তারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলবে৷ এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির সঙ্গে তাদের কথা বলার দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেছে৷ এছাড়া তারা বৈঠক করবে নির্বাচন কমিশনের সঙ্গে৷ বৈঠক হবে সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গেও৷

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র