jugantor
বৃহস্পতিবার বগুড়ায় জামায়াতের হরতাল

  বগুড়া ২২ জানুয়ারি :  

২২ জানুয়ারি ২০১৪, ১৬:০৬:৫৪  | 

বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা বাকি বিল্লাহ (২৮) খুনের প্রতিবাদে বৃহস্পতিবার বগুড়া জেলায় সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা জামায়াত।
বাকী বিল্লাহ খুনের প্রতিবাদে এবং খুনীদের গ্রেফতারের দাবিতে জামায়াত শিবির বুধবার বেলা সাড়ে ১২টায় বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে হরতালের ঘোষণা দেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হোসাইন।
এদিকে, বাকী বিল্লাহ খুনের ঘটনায় তার কর্মস্থলে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে বুধবার বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ ছুটি ঘোষণা করা হয়। দুপুর দেড়টায় ওই প্রতিষ্ঠানে মরহুম বাকী বিল্লাহ প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামে নিজ বাড়িতে লাশ নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
নিহত বাকী বিল্লাহ শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের ইয়াকুব আলী মাস্টারের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার গ্রামের বাড়িতে বাকী বিল্লাহর বিয়ের দিন তারিখ নির্ধারন করা ছিল।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের সাতমাথা এলাকায় জেলা আওয়ামী লীগ অফিসের সামনে বাকী বিল্লাহকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে ছাত্রলীগের কর্মীরা।
 

সাবমিট

বৃহস্পতিবার বগুড়ায় জামায়াতের হরতাল

 বগুড়া ২২ জানুয়ারি :  
২২ জানুয়ারি ২০১৪, ০৪:০৬ পিএম  | 

বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা বাকি বিল্লাহ (২৮) খুনের প্রতিবাদে বৃহস্পতিবার বগুড়া জেলায় সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা জামায়াত।
বাকী বিল্লাহ খুনের প্রতিবাদে এবং খুনীদের গ্রেফতারের দাবিতে জামায়াত শিবির বুধবার বেলা সাড়ে ১২টায় বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে হরতালের ঘোষণা দেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হোসাইন।
এদিকে, বাকী বিল্লাহ খুনের ঘটনায় তার কর্মস্থলে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে বুধবার বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ ছুটি ঘোষণা করা হয়। দুপুর দেড়টায় ওই প্রতিষ্ঠানে মরহুম বাকী বিল্লাহ প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামে নিজ বাড়িতে লাশ নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
নিহত বাকী বিল্লাহ শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের ইয়াকুব আলী মাস্টারের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার গ্রামের বাড়িতে বাকী বিল্লাহর বিয়ের দিন তারিখ নির্ধারন করা ছিল।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের সাতমাথা এলাকায় জেলা আওয়ামী লীগ অফিসের সামনে বাকী বিল্লাহকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে ছাত্রলীগের কর্মীরা।
 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র