যশোর, ২৮ জানুয়ারি: যশোরের অভয়নগরে পুলিশের হাতে আটকের পর গুলিতে রবিউল ইসলাম নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে অভয়নগরের জিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, স্থানীয় আওয়ামী লীগ কর্মী চৈতন্য মণ্ডল হত্যাকাণ্ডের জের ধরে রবিউল ইসলামকে সোমবার দুপুরে আটক করা হয়। রাত ২টার দিকে রবিউলকে নিয়ে প্রেমবাগ এলাকায় অভিযান চালানোর সময় পুলিশের উপর হামলা করে সন্ত্রাসীরা। এতে পুলিশ পাল্টা গুলি চালালে আহত হয় রবিউল।
গুরুতর আহত অবস্থায় রবিউলকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মঙ্গলবার সকাল সাতটার দিকে সে মারা যায়। নিহত রবিউল বিএনপি কর্মী বলে জানা গেছে।
রবিউলের পরিবারিক সূত্র জানায়, বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয় থাকার কারণেই তাকে হত্যা করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
যশোরে আটকের পর পুলিশের গুলিতে বিএনপি কর্মী নিহত
যশোর, ২৮ জানুয়ারি: যশোরের অভয়নগরে পুলিশের হাতে আটকের পর গুলিতে রবিউল ইসলাম নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে অভয়নগরের জিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, স্থানীয় আওয়ামী লীগ কর্মী চৈতন্য মণ্ডল হত্যাকাণ্ডের জের ধরে রবিউল ইসলামকে সোমবার দুপুরে আটক করা হয়। রাত ২টার দিকে রবিউলকে নিয়ে প্রেমবাগ এলাকায় অভিযান চালানোর সময় পুলিশের উপর হামলা করে সন্ত্রাসীরা। এতে পুলিশ পাল্টা গুলি চালালে আহত হয় রবিউল।
গুরুতর আহত অবস্থায় রবিউলকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মঙ্গলবার সকাল সাতটার দিকে সে মারা যায়। নিহত রবিউল বিএনপি কর্মী বলে জানা গেছে।
রবিউলের পরিবারিক সূত্র জানায়, বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয় থাকার কারণেই তাকে হত্যা করা হয়েছে।