খুলনা, ২৮ জানুয়ারি: খুলনার ফুলতলা উপজেলায় পুলিশের গুলিতে তৌহিদুল ইসলামা সবুজ (২৮) নামে এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন। সোমবার রাত ৩টার দিকে ফুলতলার ছাতিয়ানতলা দীঘিরপাড় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত সবুজ পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির প্রধান শিমুল ভূঁইয়ার সহযোগী এবং কথিত বন্দুকযুদ্বে তিনি নিহত হন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি পিস্তল, বন্দুক ও রাইফেলের গুলি, ছয়টি হাতবোমা ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সবুজকে সোমবার সন্ধ্যায় ফুলতলা উপজেলার দামোদর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। ফুলতলা থানায় জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র লুকিয়ে রাখার তথ্য দিলে রাতে তাকে নিয়েই অস্ত্র উদ্ধারে অভিয়ান শুরু হয়। পুলিশ ছাতিয়ানতলা এলাকায় পৌঁছালে সবুজের সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার জন্য গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে কিছুক্ষণ গোলাগুলি চলে। এক পর্যায়ে ‘সন্ত্রাসীরা’ পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে সবুজকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল কাদের বেগ জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে ছাতিয়ানতলা দীঘির পাড়ে এ ঘটনা ঘটে। তিনি খুলনা জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং খুলনা ও যশোরের অভয়নগরের নয়টি হত্যা মামলার আসামি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
খুলনায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা নিহত
খুলনা, ২৮ জানুয়ারি: খুলনার ফুলতলা উপজেলায় পুলিশের গুলিতে তৌহিদুল ইসলামা সবুজ (২৮) নামে এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন। সোমবার রাত ৩টার দিকে ফুলতলার ছাতিয়ানতলা দীঘিরপাড় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত সবুজ পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির প্রধান শিমুল ভূঁইয়ার সহযোগী এবং কথিত বন্দুকযুদ্বে তিনি নিহত হন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি পিস্তল, বন্দুক ও রাইফেলের গুলি, ছয়টি হাতবোমা ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সবুজকে সোমবার সন্ধ্যায় ফুলতলা উপজেলার দামোদর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। ফুলতলা থানায় জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র লুকিয়ে রাখার তথ্য দিলে রাতে তাকে নিয়েই অস্ত্র উদ্ধারে অভিয়ান শুরু হয়। পুলিশ ছাতিয়ানতলা এলাকায় পৌঁছালে সবুজের সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার জন্য গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে কিছুক্ষণ গোলাগুলি চলে। এক পর্যায়ে ‘সন্ত্রাসীরা’ পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে সবুজকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল কাদের বেগ জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে ছাতিয়ানতলা দীঘির পাড়ে এ ঘটনা ঘটে। তিনি খুলনা জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং খুলনা ও যশোরের অভয়নগরের নয়টি হত্যা মামলার আসামি।