জাতীয় পার্টির তাজুল ইসলাম চৌধুরী জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে আয়োজিত বৈঠকে তাকে দল থেকে চিফ হুইপ পদে মনোনয়ন দেয়া হয়। সদস্যদের পারফরমেন্সের ওপর ভিত্তি করে কুড়িগ্রাম থেকে নির্বাচিত এমপি ও দলের প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম চৌধুরীকে বিরোধী দলের চিফ হুইপ করা হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।
জানা যায়, ১৯৭০ সালের নির্বাচনেও তাজুল ইসলামের বাবা মুসলিম লীগের প্রার্থী ছিলেন। তাই তাজুলকে এ পদে দেয়া হলে বিরোধী দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এ ছাড়া তার এলাকায়ও তার বিরুদ্ধে মিছিল হয়েছে। এ বিষয়ে ফখরুল ইমাম বলেন, তাজুল ইসলাম চৌধুরীর বাবা মুসলিম লীগ থেকে এমপি হয়েছিলেন এটা সত্য। তবে তাজুল ইসলাম ভাল লোক। তাকে সবাই সম্মান করেন। পরপর সাতবার এমপি নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, বুধবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। এবারই প্রথম বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জাতীয় পার্টি। এর আগে জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় বিরোধীদলীয় নেতা নির্বাচিত হন রওশন এরশাদ। সংসদে জাতীয় পার্টির আসন ৩৪টি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
তাজুল ইসলাম চৌধুরী বিরোধীদলীয় চিফ হুইপ
জাতীয় পার্টির তাজুল ইসলাম চৌধুরী জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে আয়োজিত বৈঠকে তাকে দল থেকে চিফ হুইপ পদে মনোনয়ন দেয়া হয়। সদস্যদের পারফরমেন্সের ওপর ভিত্তি করে কুড়িগ্রাম থেকে নির্বাচিত এমপি ও দলের প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম চৌধুরীকে বিরোধী দলের চিফ হুইপ করা হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।
জানা যায়, ১৯৭০ সালের নির্বাচনেও তাজুল ইসলামের বাবা মুসলিম লীগের প্রার্থী ছিলেন। তাই তাজুলকে এ পদে দেয়া হলে বিরোধী দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এ ছাড়া তার এলাকায়ও তার বিরুদ্ধে মিছিল হয়েছে। এ বিষয়ে ফখরুল ইমাম বলেন, তাজুল ইসলাম চৌধুরীর বাবা মুসলিম লীগ থেকে এমপি হয়েছিলেন এটা সত্য। তবে তাজুল ইসলাম ভাল লোক। তাকে সবাই সম্মান করেন। পরপর সাতবার এমপি নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, বুধবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। এবারই প্রথম বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জাতীয় পার্টি। এর আগে জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় বিরোধীদলীয় নেতা নির্বাচিত হন রওশন এরশাদ। সংসদে জাতীয় পার্টির আসন ৩৪টি।