সংবাদ মাধ্যমে সরকারি হস্তক্ষেপের কারণে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাংলাদেশের সংবাদকর্মীরা। তাদের আশঙ্কা, সংবাদ মাধ্যমের ওপর আরো বেশি নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে দেশটির সরকারি কর্মকর্তারা।
আল-জাজিরা সোমবার এনিয়ে সংবাদ প্রকাশ করেছে।
সংবাদে বলা হয়, ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে দু’টি বাংলা দৈনিক এবং আরো দু’টি টেলিভিশন চ্যানেল। এই চারটি সংবাদ মাধ্যমেই বিরোধী দলগুলোর আন্দোলনের সংবাদ প্রচার করা হতো। গত বছর সাময়িকভাবে এগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
আল-জাজিরা জানায়, শুধু তাই নয়, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ক্ষমতাসীন দলটি ব্যক্তি মালিকাধীন টেলিভিশন চ্যানেলগুলোর জন্য একটি জাতীয় প্রচার নীতিমালা প্রবর্তনের ঘোষণা দিয়েছে। তারা বলছে, এই নীতি ‘অবাধ ও সুষ্ঠু সংবাদ প্রচার’ নিশ্চিত করবে। তবে সমালোচকরা একে দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য একটি অশুভ সংকেত হিসেবেই দেখছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাংলাদেশের সংবাদকর্মীরা আতঙ্কে : আল-জাজিরা
সংবাদ মাধ্যমে সরকারি হস্তক্ষেপের কারণে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাংলাদেশের সংবাদকর্মীরা। তাদের আশঙ্কা, সংবাদ মাধ্যমের ওপর আরো বেশি নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে দেশটির সরকারি কর্মকর্তারা।
আল-জাজিরা সোমবার এনিয়ে সংবাদ প্রকাশ করেছে।
সংবাদে বলা হয়, ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে দু’টি বাংলা দৈনিক এবং আরো দু’টি টেলিভিশন চ্যানেল। এই চারটি সংবাদ মাধ্যমেই বিরোধী দলগুলোর আন্দোলনের সংবাদ প্রচার করা হতো। গত বছর সাময়িকভাবে এগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
আল-জাজিরা জানায়, শুধু তাই নয়, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ক্ষমতাসীন দলটি ব্যক্তি মালিকাধীন টেলিভিশন চ্যানেলগুলোর জন্য একটি জাতীয় প্রচার নীতিমালা প্রবর্তনের ঘোষণা দিয়েছে। তারা বলছে, এই নীতি ‘অবাধ ও সুষ্ঠু সংবাদ প্রচার’ নিশ্চিত করবে। তবে সমালোচকরা একে দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য একটি অশুভ সংকেত হিসেবেই দেখছেন।