সাতক্ষীরা ২৮ জানুয়ারি :
২৮ জানুয়ারি ২০১৪, ১৮:৫৬:০৩ |
সাতক্ষীরা শহরের ৩০ টি হিন্দু পরিবারকে অবিলম্বে রাম রাজত্ব ছাড়ার হুমিকি দিয়েছে অজ্ঞাত পরিচয় চিঠি লেখক।
মঙ্গলবার ডাকযোগে এই চিঠি প্রেরনের ফলে সাতক্ষীরার হিন্দু সমাজের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। এই ২০ হিন্দু পরিবারের বসবাস শহরের পলাশপোলের জজ আদালতের বিপরীতে সবুজবাগে। চিঠির প্রাপকদের মধ্যে বেশ কয়েকজন আইনজীবিও রয়েছেন। অন্যরা বিভিন্ন পর্যায়ের সরকারি চাকুরজীবি এবং আইনজীবি সহকারী।
খামের ওপর প্রেরক মানবাধিকার সংঘ সাতক্ষীরা লিখিত চিঠিতে বলা হয় জনাব, দীর্ঘদিন হলো। রাম রাজত্ব তো বহুদিন করলেন। এবার রাজত্ব ছেড়ে পারেন আর বিক্রি করে পারেন রাজত্ব ছাড়তেই হবে।
একই ভাষায় চিঠিটি হাতে লেখা। খামের ওপর সীল মোহর দেখে ধারনা করা হচ্ছে চিঠিগুলি খুলনা থেকে পোষ্ট করা হয়েছে। মঙ্গলবার বিকালে এসব চিঠি প্রাপকদের হাতে পৌছায়।
চিঠির প্রাপকদের রবীন সরকার, কমলেশ ঘোষ, এড. রঘুনাথ মন্ডল, এড. তপন কুন্ডু, এড. তপন দাস, এড. অরুন সরকার, কান্তি লাল সরকার প্রমুখ জানান তারা এ ব্যাপারে নিরাপত্তা চেয়ে পুলিশের শরনাপন্ন হবেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এলাকা ছাড়ার হৃুমকি দিয়ে সাতক্ষীরা শহরের ৩০ হিন্দু পরিবারকে চিঠি
সাতক্ষীরা শহরের ৩০ টি হিন্দু পরিবারকে অবিলম্বে রাম রাজত্ব ছাড়ার হুমিকি দিয়েছে অজ্ঞাত পরিচয় চিঠি লেখক।
মঙ্গলবার ডাকযোগে এই চিঠি প্রেরনের ফলে সাতক্ষীরার হিন্দু সমাজের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। এই ২০ হিন্দু পরিবারের বসবাস শহরের পলাশপোলের জজ আদালতের বিপরীতে সবুজবাগে। চিঠির প্রাপকদের মধ্যে বেশ কয়েকজন আইনজীবিও রয়েছেন। অন্যরা বিভিন্ন পর্যায়ের সরকারি চাকুরজীবি এবং আইনজীবি সহকারী।
খামের ওপর প্রেরক মানবাধিকার সংঘ সাতক্ষীরা লিখিত চিঠিতে বলা হয় জনাব, দীর্ঘদিন হলো। রাম রাজত্ব তো বহুদিন করলেন। এবার রাজত্ব ছেড়ে পারেন আর বিক্রি করে পারেন রাজত্ব ছাড়তেই হবে।
একই ভাষায় চিঠিটি হাতে লেখা। খামের ওপর সীল মোহর দেখে ধারনা করা হচ্ছে চিঠিগুলি খুলনা থেকে পোষ্ট করা হয়েছে। মঙ্গলবার বিকালে এসব চিঠি প্রাপকদের হাতে পৌছায়।
চিঠির প্রাপকদের রবীন সরকার, কমলেশ ঘোষ, এড. রঘুনাথ মন্ডল, এড. তপন কুন্ডু, এড. তপন দাস, এড. অরুন সরকার, কান্তি লাল সরকার প্রমুখ জানান তারা এ ব্যাপারে নিরাপত্তা চেয়ে পুলিশের শরনাপন্ন হবেন।