বুধবার ওয়ার্ডে ওয়ার্ডে কর্মসূচী পালনের ঘোষণা
২৮ জানুয়ারি :
২৮ জানুয়ারি ২০১৪, ১৯:৫২:৪৩ |
বুধবার রাজধানীতে কালো পতাকাসহ মিছিলের কর্মসূচী পালনের অনুমতি পায়নি বিএনপি। ঢাকা মহানগর পুলিশ রাতে অনুমতি না দেয়ার বিষয়টি বিএনপিকে জানিয়ে দেয়। এদিকে কর্মসূচি অনুমতি না দিলে ঢাকা মহানগরের প্রতিটি পাড়া-মহল্লায় বিএনপি ও ১৯ দলের নেতাকর্মীরা কালো পতাকা প্রদর্শন ও মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দপ্তরের দায়িত্বে নিয়োজিত ড. আসাদুজ্জামান রিপন মঙ্গলবার সন্ধ্যায় এ কর্মসূচী ঘোষণা করেন।
উল্লেখ্য, ১৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন বুধবার ঢাকা মহানগরে কালো পতাকা প্রদর্শন ও মিছিল করার কর্মসূচি ঘোষণা করেন।
এই কর্মসূচি সফল করতে ২১ জানুয়ারি জোটের পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশের কাছে অনুমোদন চাওয়া হয়। কিন্তু পুলিশ মঙ্গলবার রাত পর্যন্ত অনুমতি দেয়নি।
দপ্তরে দায়িত্বে নিয়োজিত ড. আসাদুজ্জামান রিপন বলেন, আমরা অনুমতি চাইলে পুলিশ সন্ধ্যা পর্যন্ত আমাদের অনুমতি দেয়নি। শান্তিপূর্ণভাবে কর্মসূচী পালন করা হবে বলে তিনি জানান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কালো পতাকা মিছিলের অনুমতি পায়নি বিএনপি
বুধবার ওয়ার্ডে ওয়ার্ডে কর্মসূচী পালনের ঘোষণা
বুধবার রাজধানীতে কালো পতাকাসহ মিছিলের কর্মসূচী পালনের অনুমতি পায়নি বিএনপি। ঢাকা মহানগর পুলিশ রাতে অনুমতি না দেয়ার বিষয়টি বিএনপিকে জানিয়ে দেয়। এদিকে কর্মসূচি অনুমতি না দিলে ঢাকা মহানগরের প্রতিটি পাড়া-মহল্লায় বিএনপি ও ১৯ দলের নেতাকর্মীরা কালো পতাকা প্রদর্শন ও মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দপ্তরের দায়িত্বে নিয়োজিত ড. আসাদুজ্জামান রিপন মঙ্গলবার সন্ধ্যায় এ কর্মসূচী ঘোষণা করেন।
উল্লেখ্য, ১৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন বুধবার ঢাকা মহানগরে কালো পতাকা প্রদর্শন ও মিছিল করার কর্মসূচি ঘোষণা করেন।
এই কর্মসূচি সফল করতে ২১ জানুয়ারি জোটের পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশের কাছে অনুমোদন চাওয়া হয়। কিন্তু পুলিশ মঙ্গলবার রাত পর্যন্ত অনুমতি দেয়নি।
দপ্তরে দায়িত্বে নিয়োজিত ড. আসাদুজ্জামান রিপন বলেন, আমরা অনুমতি চাইলে পুলিশ সন্ধ্যা পর্যন্ত আমাদের অনুমতি দেয়নি। শান্তিপূর্ণভাবে কর্মসূচী পালন করা হবে বলে তিনি জানান।