jugantor
ক্ষোভে উত্তাল বাকৃবি, ২ শিক্ষকের পদত্যাগ

  ময়মনসিংহ, ৩ এপ্রিল:  

০৩ এপ্রিল ২০১৪, ১৭:৩৩:৫৭  | 

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীদের পিটুনিতে সায়াদ ইবনে মোমতাজ নিহতের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সুলতান উদ্দীন ভূঁইয়া এবং ছাত্রবিষয়ক বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ড. মনিরুজ্জামান পদত্যাগ করেছেন। চলমান আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতাও জানিয়েছেন তারা।
এদিকে অভিযুক্তদের আটক ও উপযুক্ত শাস্তির দাবিতে শিক্ষার্থীরা সব ক্লাস-পরীক্ষা বর্জন করেছে এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন তারা। দাবি কার্যকর না হলে সোমবারের পর নতুন কর্মসূচি ঘোষণারও আল্টিমেটাম দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হলে ছাত্রলীগের কতিপয় কর্মীর পিটুনিতে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রলীগ নেতা ও মৎস্য বিজ্ঞান অনুষদের ক্লাস প্রতিনিধি সায়াদ ইবনে মোমতাজ একটি প্রাইভেট মেডিকেল সেন্টারে মারা যান। এ ঘটনার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে বৃহস্পতিবার সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে উপাচার্যের বাসার সামনে গিয়ে অবস্থান নেন। পরে শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিন দফা দাবি পেশ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সাবমিট

ক্ষোভে উত্তাল বাকৃবি, ২ শিক্ষকের পদত্যাগ

 ময়মনসিংহ, ৩ এপ্রিল:  
০৩ এপ্রিল ২০১৪, ০৫:৩৩ পিএম  | 

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীদের পিটুনিতে সায়াদ ইবনে মোমতাজ নিহতের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সুলতান উদ্দীন ভূঁইয়া এবং ছাত্রবিষয়ক বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ড. মনিরুজ্জামান পদত্যাগ করেছেন। চলমান আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতাও জানিয়েছেন তারা।
এদিকে অভিযুক্তদের আটক ও উপযুক্ত শাস্তির দাবিতে শিক্ষার্থীরা সব ক্লাস-পরীক্ষা বর্জন করেছে এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন তারা। দাবি কার্যকর না হলে সোমবারের পর নতুন কর্মসূচি ঘোষণারও আল্টিমেটাম দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হলে ছাত্রলীগের কতিপয় কর্মীর পিটুনিতে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রলীগ নেতা ও মৎস্য বিজ্ঞান অনুষদের ক্লাস প্রতিনিধি সায়াদ ইবনে মোমতাজ একটি প্রাইভেট মেডিকেল সেন্টারে মারা যান। এ ঘটনার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে বৃহস্পতিবার সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে উপাচার্যের বাসার সামনে গিয়ে অবস্থান নেন। পরে শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিন দফা দাবি পেশ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র