অনলাইন ডেস্ক ১৫ মে :
১৫ মে ২০১৪, ১৫:৩৯:১৯ |
যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা এম বি মানিক। গত বুধবার এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
জানা যায়, গত বছরের ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এম বি মানিক। সেখানে তিনি একটি দোকান পরিচালনা করেন। বুধবার স্থানীয় সময় বেলা তিনটায় একদল সন্ত্রাসী তার নিউইয়র্কের দোকানে চাঁদা চাইতে এলে তাদের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সন্ত্রাসীদের গুলিতে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
অভি কথাচিত্রের ম্যানেজার স্বপন বাবু জানান, যুক্তরাষ্ট্রে তিনি একাই থাকতেন। পরিবারের কেউ তার সঙ্গে থাকত না। এম বি মানিকের বাড়ি ফেনী জেলায়। তিনি বাবা-মা, স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। এম বি মানিক দুই বছর ধরে আমেরিকায় একটি দোকান পরিচালনা করে আসছিলেন।
এম বি মানিক নব্বইয়ের দশকে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। তারপর দুর্ধর্ষ ছবির মাধ্যমে পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এ নির্মাতার উল্লেখযোগ্য ছবিগুলো হলো, কঠিন প্রেম, এক টাকার দেনমোহর, জান আমার জান, জান কোরবান, বলো না তুমি আমার, প্রেম কয়েদী।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাতা মানিক নিহত
যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা এম বি মানিক। গত বুধবার এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
জানা যায়, গত বছরের ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এম বি মানিক। সেখানে তিনি একটি দোকান পরিচালনা করেন। বুধবার স্থানীয় সময় বেলা তিনটায় একদল সন্ত্রাসী তার নিউইয়র্কের দোকানে চাঁদা চাইতে এলে তাদের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সন্ত্রাসীদের গুলিতে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
অভি কথাচিত্রের ম্যানেজার স্বপন বাবু জানান, যুক্তরাষ্ট্রে তিনি একাই থাকতেন। পরিবারের কেউ তার সঙ্গে থাকত না। এম বি মানিকের বাড়ি ফেনী জেলায়। তিনি বাবা-মা, স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। এম বি মানিক দুই বছর ধরে আমেরিকায় একটি দোকান পরিচালনা করে আসছিলেন।
এম বি মানিক নব্বইয়ের দশকে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। তারপর দুর্ধর্ষ ছবির মাধ্যমে পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এ নির্মাতার উল্লেখযোগ্য ছবিগুলো হলো, কঠিন প্রেম, এক টাকার দেনমোহর, জান আমার জান, জান কোরবান, বলো না তুমি আমার, প্রেম কয়েদী।