jugantor
ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর

  ঢাকা, ৭ জুন:  

০৭ জুন ২০১৪, ১১:২৮:১২  | 

বাংলাদেশে বিনিয়োগ করতে চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের হায়জেং সম্মেলন কেন্দ্রে নবম চায়না-সাউথ এশিয়া বিজনেস ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে চীন ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
চীনের বাজারে বাংলাদেশি পণ্যের অধিকতর শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত করতে ব্যবসায়ী পর্যায়ে আলাপ-আলোচনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের যুবশক্তি, স্বল্প মজুরি, অন্যান্য সুবিধা এবং চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির চিত্র তুলে ধরে দেশটিতে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা প্রত্যাশা করেন।
শেখ হাসিনা বলেন, ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ চীনে রপ্তানি করছে চারশ ৫৮ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে চীন থেকে আমদানি করেছে ছয় দশমিক ৩০৭ বিলিয়ন ডলারের পণ্য। তিনি বলেন, চীনের বাংলাদেশ থেকে আরো তৈরি পোশাক, ওষুধ, কুটির শিল্প, সিরামিক, চামড়াজাত পণ্য ও মাছ আমদানি করা উচিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের সরকারি সফরে ৬ জুন চীনে যান। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে তিনি এই সফর করছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ৭০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও রয়েছে। আগামী ১১ জুন হংকং হয়ে তিনি দেশে ফিরবেন।

সাবমিট

ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর

 ঢাকা, ৭ জুন: 
০৭ জুন ২০১৪, ১১:২৮ এএম  | 

বাংলাদেশে বিনিয়োগ করতে চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের হায়জেং সম্মেলন কেন্দ্রে নবম চায়না-সাউথ এশিয়া বিজনেস ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে চীন ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
চীনের বাজারে বাংলাদেশি পণ্যের অধিকতর শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত করতে ব্যবসায়ী পর্যায়ে আলাপ-আলোচনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের যুবশক্তি, স্বল্প মজুরি, অন্যান্য সুবিধা এবং চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির চিত্র তুলে ধরে দেশটিতে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা প্রত্যাশা করেন।
শেখ হাসিনা বলেন, ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ চীনে রপ্তানি করছে চারশ ৫৮ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে চীন থেকে আমদানি করেছে ছয় দশমিক ৩০৭ বিলিয়ন ডলারের পণ্য। তিনি বলেন, চীনের বাংলাদেশ থেকে আরো তৈরি পোশাক, ওষুধ, কুটির শিল্প, সিরামিক, চামড়াজাত পণ্য ও মাছ আমদানি করা উচিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের সরকারি সফরে ৬ জুন চীনে যান। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে তিনি এই সফর করছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ৭০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও রয়েছে। আগামী ১১ জুন হংকং হয়ে তিনি দেশে ফিরবেন।

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র