jugantor
সন্ত্রাসীদের গুলিতে আহত এএসআই মারা গেছেন

  টাঙ্গাইল, ২৬ জুলাই:  

২৬ জুলাই ২০১৪, ১৪:০৭:৪২  | 

টাঙ্গাইলে সন্ত্রাসীদের গুলিতে আহত টাঙ্গাইল মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম মারা গেছেন। শনিবার দুপুর পৌনে ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার রাত ১২টার দিকে টাঙ্গাইল পৌর এলাকার পূর্ব আদালত পাড়ায় সন্ত্রাসীদের গ্রেফতার করতে গেলে সেখানে তিনি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে রাতে পুলিশ চারজনকে আটক করে।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান জানান, , গোপন সংবাদের ভিত্তিতে শহরের পূর্ব আদালত পাড়ার মৃত ফরিদ ড্রাইভারের ছেলে দুর্ধর্ষ সন্ত্রাসী উল্কাকে গ্রেফতার করতে রাতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় উল্কা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে মডেল থানার সহকারী উপ-পরিদর্শক নুরুল ইসলামের বুকে দুই রাউন্ড ও হাতে এক রাউন্ড গুলি লাগে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাতেই ঢাকায় পাঠানো হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

সাবমিট

সন্ত্রাসীদের গুলিতে আহত এএসআই মারা গেছেন

 টাঙ্গাইল, ২৬ জুলাই: 
২৬ জুলাই ২০১৪, ০২:০৭ পিএম  | 

টাঙ্গাইলে সন্ত্রাসীদের গুলিতে আহত টাঙ্গাইল মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম মারা গেছেন। শনিবার দুপুর পৌনে ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার রাত ১২টার দিকে টাঙ্গাইল পৌর এলাকার পূর্ব আদালত পাড়ায় সন্ত্রাসীদের গ্রেফতার করতে গেলে সেখানে তিনি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে রাতে পুলিশ চারজনকে আটক করে।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান জানান, , গোপন সংবাদের ভিত্তিতে শহরের পূর্ব আদালত পাড়ার মৃত ফরিদ ড্রাইভারের ছেলে দুর্ধর্ষ সন্ত্রাসী উল্কাকে গ্রেফতার করতে রাতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় উল্কা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে মডেল থানার সহকারী উপ-পরিদর্শক নুরুল ইসলামের বুকে দুই রাউন্ড ও হাতে এক রাউন্ড গুলি লাগে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাতেই ঢাকায় পাঠানো হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র