jugantor
হলমার্কের বিরুদ্ধে ৭৫৫ কোটি টাকার ঋণখেলাপি মামলা

  ঢাকা, ১২ আগস্ট:  

১২ আগস্ট ২০১৪, ১৪:৫৮:৫৯  | 

হলমার্ক ও তার বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের কাছে সোনালী ব্যাংকের খেলাপি ঋণের ১৬তম মামলা আদালতে দায়ের করেছে ব্যাংক কর্তৃপক্ষ। মামলাটিতে ৭৫৫ কোটি ৪৪ লাখ ৪৮ হাজার ৪২৩ টাকা দাবি করা হয়েছে। মঙ্গলবার সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আবুল হোসেন বাদী হিসেবে এ মামলা দায়ের করেন।
সোনালী ব্যাংকের পক্ষে আদালতে মামলা দায়েরকারী আইনজীবী হোসনে আরা বেগম জানান, এটিই ১৬টি মামলার মধ্যে হলমার্ক ও তার বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের কাছে সর্বোচ্চ অংকের টাকার ঋণ খেলাপির মামলা।
মামলায় হলমার্ক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ম্যাক্স স্পিনিং মিলস ও হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলাম, সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবির, ডিএমডি মাইনুল হোসেন, জিএম মীর মাইদুর রহমান, ননী গোপালসহ ৩৩ জনকে বিবাদী করা হয়েছে।
এর আগে দায়ের করা ১৫টি মামলায় খেলাপি ঋণের ৮৫১ কোটি ৭৩ লাখ ২ হাজার ৪৫৭ টাকা হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামের কাছে দাবি করেছে ব্যাংকটি।

সাবমিট

হলমার্কের বিরুদ্ধে ৭৫৫ কোটি টাকার ঋণখেলাপি মামলা

 ঢাকা, ১২ আগস্ট: 
১২ আগস্ট ২০১৪, ০২:৫৮ পিএম  | 

হলমার্ক ও তার বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের কাছে সোনালী ব্যাংকের খেলাপি ঋণের ১৬তম মামলা আদালতে দায়ের করেছে ব্যাংক কর্তৃপক্ষ। মামলাটিতে ৭৫৫ কোটি ৪৪ লাখ ৪৮ হাজার ৪২৩ টাকা দাবি করা হয়েছে। মঙ্গলবার সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আবুল হোসেন বাদী হিসেবে এ মামলা দায়ের করেন।
সোনালী ব্যাংকের পক্ষে আদালতে মামলা দায়েরকারী আইনজীবী হোসনে আরা বেগম জানান, এটিই ১৬টি মামলার মধ্যে হলমার্ক ও তার বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের কাছে সর্বোচ্চ অংকের টাকার ঋণ খেলাপির মামলা।
মামলায় হলমার্ক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ম্যাক্স স্পিনিং মিলস ও হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলাম, সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবির, ডিএমডি মাইনুল হোসেন, জিএম মীর মাইদুর রহমান, ননী গোপালসহ ৩৩ জনকে বিবাদী করা হয়েছে।
এর আগে দায়ের করা ১৫টি মামলায় খেলাপি ঋণের ৮৫১ কোটি ৭৩ লাখ ২ হাজার ৪৫৭ টাকা হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামের কাছে দাবি করেছে ব্যাংকটি।

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র