jugantor
সিরাজগঞ্জে দুই অপহরণকারী গুলিবিদ্ধ, অপহৃত ব্যাংক কর্মকর্তা উদ্ধার

  সিরাজগঞ্জ প্রতিনিধি, ৩১ আগস্ট:  

৩১ আগস্ট ২০১৪, ০৯:৫৩:৩৮  | 

সিরাজগঞ্জে অপহরণকারী চক্রের দুই সদস্য পুলিশের গুলিতে আহত হয়েছে। গুলিবিদ্ধরা হলো- সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে সুমন (২৮) ও চাকলী গ্রামের জামাত আলীর ছেলে সালাউদ্দিন (২৮)। তাদের গ্রেফতার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মুক্তিপণের দাবিতে অপহৃত ট্রাস্ট ব্যাংক সিরাজগঞ্জের এনায়েতপুর শাখার এক কর্মকর্তাকে ডিবি পুলিশ অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে। উদ্ধারকৃত কর্মকর্তা মাহবুব আলম (২৮) বগুড়ার কাহালু উপজেলার চক্রবিনত এলাকার আকরাম হোসেনের ছেলে। শনিবার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল রেলওয়ে ফ্লাইওভারের কাছে এ ঘটনা ঘটে।
উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অসুস্থ ব্যাংক কর্মকর্তা মাহবুব আলম সাংবাদিকদের বলেন, বাসযোগে ঢাকা থেকে ফেরার পথে শনিবার ভোরে কড্ডা মোড়ের একটু সামনে দুই ব্যক্তি তাকে ধারালো অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। এরপর তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে হাত, পা,  মুখ বেঁধে পার্শ¦বর্তী একটি পাট¶েতে আটকে রাখে। একপর্যায়ে তারা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বাড়িতে যোগাযোগ করতে বলে। তিনি কয়েকবার তার স্ত্রীর সাথে মোবাইলে যোগাযোগ করেন। টাকা আনতে দেরি হওয়ায় তারা থেমে থেমে তাকে মারপিট করতো ও সামান্য কিছু খাবার দিয়েছে বলে তিনি জানান।
অভিযানে অংশ নেয়া ডিবি পুলিশের এসআই বেনু রায় জানান, বিকেল ৪টার দিকে অপহৃতদের ¯^জনরা বিষয়টি ডিবি পুলিশকে অবহিত করলে অপহৃত ব্যাংক কর্মকর্তাকে উদ্ধারে অভিযান শুরু হয়। অপহৃতের স্ত্রীকে সাথে নিয়ে মোবাইলে যোগাযোগ র¶া করা হলে চক্রটি বিভিন্ন সময় বিভিন্ন স্থানের কথা বলে এবং মুক্তিপণ নিয়ে দরকষাকষি করতে থাকে। একপর্যায়ে তারা ৩ লাখ টাকা নিয়ে ঝাঐল ফ্লাইওভারের কাছে যেতে বলে। এরপর ছদ্মবেশে পুলিশ ও অপহৃতের স্ত্রীকে নিয়ে প্রাইভেটকার যোগে ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যাংক কর্মকর্তাকে রেখে এ চক্রের ৮/৯ জন পালানোর জন্য দৌড় দেয়। এসময় পিছন থেকে গুলি করার পর অন্যরা পালাতে স¶ম হলেও সুমন ও সালাউদ্দিন গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়। দু’জনই পায়ে গুলিবিদ্ধ হয়েছে।  
সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা ও গুলিবিদ্ধ অপহরনকারী দলের ২জনকে উদ্ধারের পর সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

 

সাবমিট

সিরাজগঞ্জে দুই অপহরণকারী গুলিবিদ্ধ, অপহৃত ব্যাংক কর্মকর্তা উদ্ধার

 সিরাজগঞ্জ প্রতিনিধি, ৩১ আগস্ট: 
৩১ আগস্ট ২০১৪, ০৯:৫৩ এএম  | 

সিরাজগঞ্জে অপহরণকারী চক্রের দুই সদস্য পুলিশের গুলিতে আহত হয়েছে। গুলিবিদ্ধরা হলো- সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে সুমন (২৮) ও চাকলী গ্রামের জামাত আলীর ছেলে সালাউদ্দিন (২৮)। তাদের গ্রেফতার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মুক্তিপণের দাবিতে অপহৃত ট্রাস্ট ব্যাংক সিরাজগঞ্জের এনায়েতপুর শাখার এক কর্মকর্তাকে ডিবি পুলিশ অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে। উদ্ধারকৃত কর্মকর্তা মাহবুব আলম (২৮) বগুড়ার কাহালু উপজেলার চক্রবিনত এলাকার আকরাম হোসেনের ছেলে। শনিবার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল রেলওয়ে ফ্লাইওভারের কাছে এ ঘটনা ঘটে।
উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অসুস্থ ব্যাংক কর্মকর্তা মাহবুব আলম সাংবাদিকদের বলেন, বাসযোগে ঢাকা থেকে ফেরার পথে শনিবার ভোরে কড্ডা মোড়ের একটু সামনে দুই ব্যক্তি তাকে ধারালো অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। এরপর তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে হাত, পা,  মুখ বেঁধে পার্শ¦বর্তী একটি পাট¶েতে আটকে রাখে। একপর্যায়ে তারা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বাড়িতে যোগাযোগ করতে বলে। তিনি কয়েকবার তার স্ত্রীর সাথে মোবাইলে যোগাযোগ করেন। টাকা আনতে দেরি হওয়ায় তারা থেমে থেমে তাকে মারপিট করতো ও সামান্য কিছু খাবার দিয়েছে বলে তিনি জানান।
অভিযানে অংশ নেয়া ডিবি পুলিশের এসআই বেনু রায় জানান, বিকেল ৪টার দিকে অপহৃতদের ¯^জনরা বিষয়টি ডিবি পুলিশকে অবহিত করলে অপহৃত ব্যাংক কর্মকর্তাকে উদ্ধারে অভিযান শুরু হয়। অপহৃতের স্ত্রীকে সাথে নিয়ে মোবাইলে যোগাযোগ র¶া করা হলে চক্রটি বিভিন্ন সময় বিভিন্ন স্থানের কথা বলে এবং মুক্তিপণ নিয়ে দরকষাকষি করতে থাকে। একপর্যায়ে তারা ৩ লাখ টাকা নিয়ে ঝাঐল ফ্লাইওভারের কাছে যেতে বলে। এরপর ছদ্মবেশে পুলিশ ও অপহৃতের স্ত্রীকে নিয়ে প্রাইভেটকার যোগে ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যাংক কর্মকর্তাকে রেখে এ চক্রের ৮/৯ জন পালানোর জন্য দৌড় দেয়। এসময় পিছন থেকে গুলি করার পর অন্যরা পালাতে স¶ম হলেও সুমন ও সালাউদ্দিন গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়। দু’জনই পায়ে গুলিবিদ্ধ হয়েছে।  
সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা ও গুলিবিদ্ধ অপহরনকারী দলের ২জনকে উদ্ধারের পর সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র