jugantor
নিজেদের রক্ষায় বিচারপতিদের অভিশংসন: বি চৌধুরী
হৃদয়ের রক্তক্ষরণ কাউকে দেখানো যায় না

  ঢাকা, ৩১ আগস্ট:  

৩১ আগস্ট ২০১৪, ১৬:১০:৩৮  | 

অগণতান্ত্রিক সরকার নিজেদের রক্ষা করতে নতুন নতুন আইন তৈরি করছে। তার বড় প্রমাণ বিচারপতিদের অভিশংসন। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম দিবস ২০১৪ উপলক্ষে ‘গুম ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন প্রাক্তন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
সম্মিলিত পেশাজীবী পরিষদ এ বৈঠকের আয়োজন করে। সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরো উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ, বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম এ আজিজ, নিখোঁজ বিএনপির নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদী প্রমুখ।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, ৫ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করে আওয়ামী লীগের নেতারা বড় বড় কথা বলছেন। তারা অগণতান্ত্রিক সরকার গঠন করেছে। তারা কীভাবে গণতান্ত্রিক কথা বলবে।  তিনি বলেন, আওয়ামী লীগ বলছে, বিএনপি নাকি বিরোধী দলে নেই। আমি বলি, দেশে তো সরকারই নেই, বিরোধী দল থাকবে কীভাবে?
সাবেক রাষ্ট্রপতি বলেন, র‌্যাব এতগুলো অপরাধের সঙ্গে জড়িত থাকার পরও র‌্যাবকে অকার্যকর করা হচ্ছে না। যত দিন পর্যন্ত গুম ও খুনের বিচার না হবে, তত দিন দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না। মানুষ সব সময় গুম আতঙ্কে থাকবে।
কান্নাজড়িত কণ্ঠে তাহমিনা রুশদীর বলেন, স্বজন হারানোর পর হৃদয়ে যে রক্তক্ষরণ হয়, তা কাউকে দেখানো যায় না। আজ দেশের মানুষ গুম আতঙ্কে আছে। কে কখন গুম হয়ে যায় বলা মুশকিল। তিনি বলেন, আমার স্বামী সততার সঙ্গে রাজনীতি করেছেন। তাকে আমি বিভিন্নভাবে সহায়তা করেছি। তিনি গুম হওয়ার আগে বলেছিলেন, বিভিন্ন রাজনীতিবিদদের তালিকা হচ্ছে। তখন উনাকে সাবধানে চলাফেরা করতে বলেছিলাম।
 

সাবমিট

নিজেদের রক্ষায় বিচারপতিদের অভিশংসন: বি চৌধুরী

হৃদয়ের রক্তক্ষরণ কাউকে দেখানো যায় না
 ঢাকা, ৩১ আগস্ট: 
৩১ আগস্ট ২০১৪, ০৪:১০ পিএম  | 

অগণতান্ত্রিক সরকার নিজেদের রক্ষা করতে নতুন নতুন আইন তৈরি করছে। তার বড় প্রমাণ বিচারপতিদের অভিশংসন। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম দিবস ২০১৪ উপলক্ষে ‘গুম ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন প্রাক্তন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
সম্মিলিত পেশাজীবী পরিষদ এ বৈঠকের আয়োজন করে। সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরো উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ, বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম এ আজিজ, নিখোঁজ বিএনপির নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদী প্রমুখ।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, ৫ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করে আওয়ামী লীগের নেতারা বড় বড় কথা বলছেন। তারা অগণতান্ত্রিক সরকার গঠন করেছে। তারা কীভাবে গণতান্ত্রিক কথা বলবে।  তিনি বলেন, আওয়ামী লীগ বলছে, বিএনপি নাকি বিরোধী দলে নেই। আমি বলি, দেশে তো সরকারই নেই, বিরোধী দল থাকবে কীভাবে?
সাবেক রাষ্ট্রপতি বলেন, র‌্যাব এতগুলো অপরাধের সঙ্গে জড়িত থাকার পরও র‌্যাবকে অকার্যকর করা হচ্ছে না। যত দিন পর্যন্ত গুম ও খুনের বিচার না হবে, তত দিন দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না। মানুষ সব সময় গুম আতঙ্কে থাকবে।
কান্নাজড়িত কণ্ঠে তাহমিনা রুশদীর বলেন, স্বজন হারানোর পর হৃদয়ে যে রক্তক্ষরণ হয়, তা কাউকে দেখানো যায় না। আজ দেশের মানুষ গুম আতঙ্কে আছে। কে কখন গুম হয়ে যায় বলা মুশকিল। তিনি বলেন, আমার স্বামী সততার সঙ্গে রাজনীতি করেছেন। তাকে আমি বিভিন্নভাবে সহায়তা করেছি। তিনি গুম হওয়ার আগে বলেছিলেন, বিভিন্ন রাজনীতিবিদদের তালিকা হচ্ছে। তখন উনাকে সাবধানে চলাফেরা করতে বলেছিলাম।
 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র