jugantor
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ২২ নেতাকর্মী বহিষ্কার

  চট্টগ্রাম ২৫ সেপ্টেম্বর :  

২৫ সেপ্টেম্বর ২০১৪, ২১:৫৯:৩৭  | 

 শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২২ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত নেয়ার পর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বহিষ্কার করে।

গত নয় মাসে ১১টি ঘটনায় এ ২২ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. ইফতেখারুজ্জামান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ওপর আজকে শৃঙ্খলা কমিটির বৈঠকে আলোচনা হয়। এসব অভিযোগ থেকে এক ছাত্রীকে উত্ত্যক্ত করা, ছাত্র সুলভ আচরণ না করা, শৃঙ্খলা ভঙ্গ করা ও পরীক্ষার হলে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এমন ২২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
ইফতেখারুজ্জামান জানান, বহিষ্কৃতদের মধ্যে একজনকে সর্বোচ্চ এক বছরের জন্য ও বাকিদের ৩ মাস ও ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বহিষ্কৃতদের পরিচয় দিতে পারেননি ড. ইফতেখারুজ্জামান।
সাবমিট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ২২ নেতাকর্মী বহিষ্কার

 চট্টগ্রাম ২৫ সেপ্টেম্বর : 
২৫ সেপ্টেম্বর ২০১৪, ০৯:৫৯ পিএম  | 

 শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২২ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত নেয়ার পর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বহিষ্কার করে।

গত নয় মাসে ১১টি ঘটনায় এ ২২ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. ইফতেখারুজ্জামান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ওপর আজকে শৃঙ্খলা কমিটির বৈঠকে আলোচনা হয়। এসব অভিযোগ থেকে এক ছাত্রীকে উত্ত্যক্ত করা, ছাত্র সুলভ আচরণ না করা, শৃঙ্খলা ভঙ্গ করা ও পরীক্ষার হলে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এমন ২২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
ইফতেখারুজ্জামান জানান, বহিষ্কৃতদের মধ্যে একজনকে সর্বোচ্চ এক বছরের জন্য ও বাকিদের ৩ মাস ও ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বহিষ্কৃতদের পরিচয় দিতে পারেননি ড. ইফতেখারুজ্জামান।

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র